সুখ সন্ধানে
বিষণ্ণতার কালো মেঘ গ্রাস করছে
মিলিয়ে গেছে জীবনের পংক্তি,
ছন্দে ছন্দে আজ ছন্দপতন,
দুঃখকষ্ট আমায় আগলে রেখেছে
করিছে মহা খাতির যতন।
অনেক তো হলো দুখের সাথে ঘরবাঁধা
এখন সুখের সন্ধানে,
খুঁজতে বেরুলাম মুকুন্দরামের "শুকপাখি"
মিছিমিছি সেকি খোঁজাখুঁজি
এথায় খুঁজি সেথায় খুঁজি,
খুঁজে খুঁজে হাহাকার,
কোথাকার কোনো "শুকপাখি"
ধরা যায়না ছোঁয়া যায়না
ডানাভাঙা,পালক নেই একদম নিরাকার,
খুঁজেখুঁজে বুঝে নিলাম,
ধুরছাই শুকপাখি বলতে কিছুই না।
সবটাই মিছে কাল্পনিক পাখি চরিত্র।
সুখতো এতেই যখন যেমন সেটাই সুখ
কিসের দুঃখ কিসের কষ্ট এইতো হাসিহাসি মুখ।
লেখা : ১১ জুলাই ২০১৭
বরগুনা, বরিশাল
মিলিয়ে গেছে জীবনের পংক্তি,
ছন্দে ছন্দে আজ ছন্দপতন,
দুঃখকষ্ট আমায় আগলে রেখেছে
করিছে মহা খাতির যতন।
অনেক তো হলো দুখের সাথে ঘরবাঁধা
এখন সুখের সন্ধানে,
খুঁজতে বেরুলাম মুকুন্দরামের "শুকপাখি"
মিছিমিছি সেকি খোঁজাখুঁজি
এথায় খুঁজি সেথায় খুঁজি,
খুঁজে খুঁজে হাহাকার,
কোথাকার কোনো "শুকপাখি"
ধরা যায়না ছোঁয়া যায়না
ডানাভাঙা,পালক নেই একদম নিরাকার,
খুঁজেখুঁজে বুঝে নিলাম,
ধুরছাই শুকপাখি বলতে কিছুই না।
সবটাই মিছে কাল্পনিক পাখি চরিত্র।
সুখতো এতেই যখন যেমন সেটাই সুখ
কিসের দুঃখ কিসের কষ্ট এইতো হাসিহাসি মুখ।
লেখা : ১১ জুলাই ২০১৭
বরগুনা, বরিশাল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৬/১০/২০১৭সুন্দর প্রকাশ
-
মধু মঙ্গল সিনহা ১৫/১০/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/১০/২০১৭সু ন্দ র।
-
আজাদ আলী ১৫/১০/২০১৭NICE POEM DEAR POET.