বোকার সমাজ
সবাই ব্যস্ত নিজের নিজের সুখের খোজে,
কেউবা আবার সব সহ্য নির্বাক মুখ বুজে।
কিছু মানুষ নিতান্তই বোকা দুঃখের প্রকাশ রাগে,শোকে,তেজে।
বোকা তুই বুঝবি কি রে;জীবনে সুখদুঃখ সে তো প্রতিটি ভাজে।
জানিস না তুই?
নিত্ত মরার হয়না দাফন ব্যস্ত যে যার কাজে,
বোকার সমাজে বিজ্ঞ সে, যে মুখোশধারী বাজে।
নিত্ত মানুষ নিত্ত পাপে মোহের টানে মজে,
লোভ,ঘৃণা,নিন্দা;নিন্দনীয় তবুও মানুষ ভজে ||
কেউবা আবার সব সহ্য নির্বাক মুখ বুজে।
কিছু মানুষ নিতান্তই বোকা দুঃখের প্রকাশ রাগে,শোকে,তেজে।
বোকা তুই বুঝবি কি রে;জীবনে সুখদুঃখ সে তো প্রতিটি ভাজে।
জানিস না তুই?
নিত্ত মরার হয়না দাফন ব্যস্ত যে যার কাজে,
বোকার সমাজে বিজ্ঞ সে, যে মুখোশধারী বাজে।
নিত্ত মানুষ নিত্ত পাপে মোহের টানে মজে,
লোভ,ঘৃণা,নিন্দা;নিন্দনীয় তবুও মানুষ ভজে ||
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৭/০১/২০১৮সুন্দর প্রকাশ,ধন্যবাদ কবি....
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৯/২০১৭বেশ ভালো!
-
কে. পাল ২৭/০৯/২০১৭Valo
-
রুনা লায়লা ২৭/০৯/২০১৭বেশ সুন্দর !
-
জাকির হোসাইন ২৭/০৯/২০১৭একদম সত্য কথা
-
আজাদ আলী ২৭/০৯/২০১৭খুব ভালো লেগেছে। আন্তরিক শুভেচ্ছা কবিকে। ভালো থাকবেন।
-
কামরুজ্জামান সাদ ২৭/০৯/২০১৭বাহ! ভাল লেগেছে।ভাল লিখেছেন।