স্বাধীনতা তুমি স্বাধীন
গল্পটা আজ থেকে অনেক বছর পুরনো।
তবে মায়ের বুকের আগুন এখনো দাউদাউ করে,
খোকার কথা ভেবে হাউমাউ করে কেঁদে ভাসায়,
খোকা ফিরবে বুক বাঁধে এই আশায়।
খোকা ফিরবে,খোকা ফিরবে; খোকা ফেরে না!
খোকা ঘুমিয়ে আছে এই মাটির বুকে,
খোকার রক্তে এদেশ কেনা।
তাতেও শান্ত হয়নি হিংস্র পশুরদল।
তবু মেতে ছিল তাণ্ডবলীলায়,
ইচ্ছেছিল দখল দিবে অবলীলায়।
তা কি হতে দেয়া যায়?
জেগে ওঠে নিরস্ত্র বাঙালী বঙ্গবন্ধুর মুক্তিমন্ত্রে।
রক্তের দামে কিনেছি সেদিন স্বাধীনতা,
হারিয়েছি কত মা,বোন,ভাই,আমার প্রিয় পিতা।
সেই সব দিন কি ভুলে গেছি?
না ভুলি নাই,ভোলবার নয়।
গল্পটা নিরস্ত্র মানুষের জীবন নাশের,
রক্তক্ষয়ী নয় মাসের।
অত্যাচারীর বুটের পেষায় রক্তাক্ত যুবকের মুখ,
বেয়নেটের খোঁচায় বুকে রক্তের হাহাকার,
ধর্ষিতার করুণ চিৎকার।
এখনো বুক ঝাঁজরা করা গুলির শব্দ কানে বাজে,
আমি আঁৎকে উঠি ঘুমের মাঝে।
সেই সব দিন কি ভুলে গেছি?
না ভুলি নাই, ভোলবার নয়।
কি করে ভুলি -
এ যে শোষিত-বঞ্চিত সেইসব দিন,
অনেক ত্যাগের বিনিময়ে আজ স্বাধীন।
স্বাধীন আজ আমি কবিতায়,
স্বাধীন আজ রক্তিম সবিতায়,
স্বাধীনতা আজ আমার ধ্যানে,
স্বাধীনতা থাকুক সকলের জ্ঞানে।
শ্রদ্ধায় বেঁচে থাকুক শহীদ যত,
মুছে যাক আমার মায়ের,বোনের ক্ষত।
গল্পটা আজ থেকে বহুবছর পুরনো
তবুও হে স্বাধীনতা তুমি কি সত্যিই স্বাধীন?
লেখাঃ ২৫সেপ্টেম্বর ২০১৭
বরগুনা
তবে মায়ের বুকের আগুন এখনো দাউদাউ করে,
খোকার কথা ভেবে হাউমাউ করে কেঁদে ভাসায়,
খোকা ফিরবে বুক বাঁধে এই আশায়।
খোকা ফিরবে,খোকা ফিরবে; খোকা ফেরে না!
খোকা ঘুমিয়ে আছে এই মাটির বুকে,
খোকার রক্তে এদেশ কেনা।
তাতেও শান্ত হয়নি হিংস্র পশুরদল।
তবু মেতে ছিল তাণ্ডবলীলায়,
ইচ্ছেছিল দখল দিবে অবলীলায়।
তা কি হতে দেয়া যায়?
জেগে ওঠে নিরস্ত্র বাঙালী বঙ্গবন্ধুর মুক্তিমন্ত্রে।
রক্তের দামে কিনেছি সেদিন স্বাধীনতা,
হারিয়েছি কত মা,বোন,ভাই,আমার প্রিয় পিতা।
সেই সব দিন কি ভুলে গেছি?
না ভুলি নাই,ভোলবার নয়।
গল্পটা নিরস্ত্র মানুষের জীবন নাশের,
রক্তক্ষয়ী নয় মাসের।
অত্যাচারীর বুটের পেষায় রক্তাক্ত যুবকের মুখ,
বেয়নেটের খোঁচায় বুকে রক্তের হাহাকার,
ধর্ষিতার করুণ চিৎকার।
এখনো বুক ঝাঁজরা করা গুলির শব্দ কানে বাজে,
আমি আঁৎকে উঠি ঘুমের মাঝে।
সেই সব দিন কি ভুলে গেছি?
না ভুলি নাই, ভোলবার নয়।
কি করে ভুলি -
এ যে শোষিত-বঞ্চিত সেইসব দিন,
অনেক ত্যাগের বিনিময়ে আজ স্বাধীন।
স্বাধীন আজ আমি কবিতায়,
স্বাধীন আজ রক্তিম সবিতায়,
স্বাধীনতা আজ আমার ধ্যানে,
স্বাধীনতা থাকুক সকলের জ্ঞানে।
শ্রদ্ধায় বেঁচে থাকুক শহীদ যত,
মুছে যাক আমার মায়ের,বোনের ক্ষত।
গল্পটা আজ থেকে বহুবছর পুরনো
তবুও হে স্বাধীনতা তুমি কি সত্যিই স্বাধীন?
লেখাঃ ২৫সেপ্টেম্বর ২০১৭
বরগুনা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৭/০১/২০১৮সুন্দর প্রকাশ
-
মাহিদ সিদ্দিকী আলিফ ১৮/১২/২০১৭অসাধারণ! বিজয়ের শুভেচ্ছা রইল!
-
কামরুজ্জামান সাদ ১৮/১২/২০১৭অপূর্ব।ছন্দবদ্ধ লেখা।
-
আলম সারওয়ার ১৭/১২/২০১৭বাংলার স্বাধীনতা আনল যারা
চন্দ্র,সূর্য সাক্ষী তাঁরা ।
তাদের কি যায় ভূলা -
মধু মঙ্গল সিনহা ১৭/১২/২০১৭সত্যি স্বাধীনতার প্রশ্নটি যথার্থ।