এখানে কিছুই আমার না
ওই আকাশের নীল আমার না,
ওই দূরের সবুজ প্রকৃতি আমার না।
না কিছুই আমার না,মানবের কিছু থাকতে নেই।
আজ আছে কাল থাকবে না এ মানবের কায়া,
তবু মুগ্ধ হই সবুজ অরণ্যে, গড়ি মিছেমিছি মায়া।
ওই রোদের রূপালী আমার না
ওই দূরের সূর্যের রক্তিম আভা আমার না।
না কিছুই আমার না,মানবের কিছু থাকতে নেই।
আজ আছে কাল হবে এ মানবের দেহ লাশ,
তবু মুগ্ধ হই দীপ্তিমান আভায়,করি বেঁচে থাকার অভিলাষ।
এ দেহ, এই ঘর,সংসার কিছুই আমার না,
না কিছুই না,মানবের কিছুই হয় না।
আজ আছে আত্মীয়-স্বজন, বাড়ি-ঘর কাল হবে কবর।
তবু আপন করি বাড়িঘর, ভুলে যাই ঈশ্বর।
ওই দূরের সবুজ প্রকৃতি আমার না।
না কিছুই আমার না,মানবের কিছু থাকতে নেই।
আজ আছে কাল থাকবে না এ মানবের কায়া,
তবু মুগ্ধ হই সবুজ অরণ্যে, গড়ি মিছেমিছি মায়া।
ওই রোদের রূপালী আমার না
ওই দূরের সূর্যের রক্তিম আভা আমার না।
না কিছুই আমার না,মানবের কিছু থাকতে নেই।
আজ আছে কাল হবে এ মানবের দেহ লাশ,
তবু মুগ্ধ হই দীপ্তিমান আভায়,করি বেঁচে থাকার অভিলাষ।
এ দেহ, এই ঘর,সংসার কিছুই আমার না,
না কিছুই না,মানবের কিছুই হয় না।
আজ আছে আত্মীয়-স্বজন, বাড়ি-ঘর কাল হবে কবর।
তবু আপন করি বাড়িঘর, ভুলে যাই ঈশ্বর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুনা লায়লা ২৭/০৯/২০১৭সত্য কথন !
-
সমির প্রামাণিক ২৬/০৯/২০১৭শাশ্বত সত্য। শুভেচ্ছা কবিকে।
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭Sundar
-
সুজিত মিত্র ২৬/০৯/২০১৭অসাধারণ কাব্যিক বচন, মনোমুগ্ধকর ছন্দঃ। শুভকামনা রইল।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৯/২০১৭অ ন ব দ্য।
-
কামরুজ্জামান সাদ ২৫/০৯/২০১৭অনবদ্য কবি।
-
সাঁঝের তারা ২৫/০৯/২০১৭সুন্দর