আশাটুকু থাক
আজ আর আমি নেই তোমার ভাবনায়,
হারিয়েছি আমার আমিত্বে।
ভুলে ভালো-ই আছি, বেঁচে আছি!
এই তো সেদিনও ছিলাম প্রিয়জন।
হয়'ত প্রয়োজনের তাগিদে, শেষমেশ বিভাজন।
ফুরিয়েছে সময়,হারিয়েছি আমি।
দূরত্ব বেড়েছে ভুলে থাকা থেকে ভালো থাকায়!
আজ নেই, কিছুই ঠিক নেই ;
লুকানো অভিমান নেই,অশ্রুঝরা চোখ নেই,ক্লান্ত পথের পথিক নেই,বুকে চাপা কষ্ট নেই,একটা বিষণ্ণ দুপুর নেই
শুধু লুকানো কিছু অভিযোগ আছে, আছে নিদ্রাহীন রাত্রি, যা কেবল গোপনে আমিত্ববোধকে দগ্ধ করে!
তবুও বেশ সুখেই আছি!
একাকীত্বকে করে আপন।
তুমি 'ত ছিলে কেবল-ই স্বপন , সাড়া রাত ভালোবেসে আগলে রেখেছি, রেখেছি চোখের তারায়, নিদ্রা ভাঙতেই বিলীন হয়ে'ছ।
আমি খুঁজি, শুধু খুঁজি
ফাকা ঘর, অন্ধকারাচ্ছন্ন চারিদিক, খালি পরে আছে দেয়ালে ঝুলে থাকা ফ্রেম,
শূন্য চারদিক; এতো ডাকি সাড়া নেই কারো। চেয়ে থাকি শূন্যপথে,
তুমি আসবে ভেবে!
অভিমানী?
অভিমানের কি ছুটি হবে না কোনোদিন?
শূন্যতা যে আর ভালো লাগছে না।
শূন্যতার দিকে আজকাল আর তাকিয়ে থাকতে ইচ্ছে হয়না......
"আশাটুকু থাক"
২১-০৬-২০১৭
হারিয়েছি আমার আমিত্বে।
ভুলে ভালো-ই আছি, বেঁচে আছি!
এই তো সেদিনও ছিলাম প্রিয়জন।
হয়'ত প্রয়োজনের তাগিদে, শেষমেশ বিভাজন।
ফুরিয়েছে সময়,হারিয়েছি আমি।
দূরত্ব বেড়েছে ভুলে থাকা থেকে ভালো থাকায়!
আজ নেই, কিছুই ঠিক নেই ;
লুকানো অভিমান নেই,অশ্রুঝরা চোখ নেই,ক্লান্ত পথের পথিক নেই,বুকে চাপা কষ্ট নেই,একটা বিষণ্ণ দুপুর নেই
শুধু লুকানো কিছু অভিযোগ আছে, আছে নিদ্রাহীন রাত্রি, যা কেবল গোপনে আমিত্ববোধকে দগ্ধ করে!
তবুও বেশ সুখেই আছি!
একাকীত্বকে করে আপন।
তুমি 'ত ছিলে কেবল-ই স্বপন , সাড়া রাত ভালোবেসে আগলে রেখেছি, রেখেছি চোখের তারায়, নিদ্রা ভাঙতেই বিলীন হয়ে'ছ।
আমি খুঁজি, শুধু খুঁজি
ফাকা ঘর, অন্ধকারাচ্ছন্ন চারিদিক, খালি পরে আছে দেয়ালে ঝুলে থাকা ফ্রেম,
শূন্য চারদিক; এতো ডাকি সাড়া নেই কারো। চেয়ে থাকি শূন্যপথে,
তুমি আসবে ভেবে!
অভিমানী?
অভিমানের কি ছুটি হবে না কোনোদিন?
শূন্যতা যে আর ভালো লাগছে না।
শূন্যতার দিকে আজকাল আর তাকিয়ে থাকতে ইচ্ছে হয়না......
"আশাটুকু থাক"
২১-০৬-২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহরাব রুস্তম ০৫/১০/২০১৭অসাধারণ !!
-
অমিত শমূয়েল সমদ্দার ০৪/১০/২০১৭অসাধারন
-
আজাদ আলী ০৩/১০/২০১৭অসাধারন লিখেছেন কবিবর অনেক অনেক শুভেচ্ছা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/১০/২০১৭সু ন্দ র।
-
কামরুজ্জামান সাদ ০৩/১০/২০১৭ভাল লিখেছেন
-
মধু মঙ্গল সিনহা ০৩/১০/২০১৭খুবই সুন্দর লেখনি আপনার।শুভকামনা রইল।
-
Tanju H ০২/১০/২০১৭অসাধারন।।
-
আব্দুল হক ০২/১০/২০১৭সত্যকথা!!