আজ আমি কোথাও নেই
তুমি কেমন আছো?
নতুনের আহবানে অচেনা শহরে।
নতুন রাস্তায় নতুন আস্থায়।
জানি ভালো আছো।
নতুনত্ব ঘিরেছে তোমায়; উজ্জ্বল নতুন আভা,
আমিও ভালো আছি নিয়ে বিষণ্ণতার কালো থাবা।
যে কণ্ঠে শুনতাম একদিন উদ্দীপনার কথা।
তাতে আজ কেনো নিস্তব্ধ,ব্যাকুলতা
যে চোখে একদিন ছিলাম সুন্দর আলো,
কেন আজ তা, সুন্দরে দৃষ্টি হারালো।
যে ঠোটে লেগে থাকতো আমি আমি ঢেউ,
সেই ঠোটে আজ আমি নেই আছে অন্য কেউ।
দেখতে দেখতে আমার যে সময় ফুরালো,
নিষেধ নেই,নেই বাধা তুমি থেকো ভালো।
নতুনের আহবানে অচেনা শহরে।
নতুন রাস্তায় নতুন আস্থায়।
জানি ভালো আছো।
নতুনত্ব ঘিরেছে তোমায়; উজ্জ্বল নতুন আভা,
আমিও ভালো আছি নিয়ে বিষণ্ণতার কালো থাবা।
যে কণ্ঠে শুনতাম একদিন উদ্দীপনার কথা।
তাতে আজ কেনো নিস্তব্ধ,ব্যাকুলতা
যে চোখে একদিন ছিলাম সুন্দর আলো,
কেন আজ তা, সুন্দরে দৃষ্টি হারালো।
যে ঠোটে লেগে থাকতো আমি আমি ঢেউ,
সেই ঠোটে আজ আমি নেই আছে অন্য কেউ।
দেখতে দেখতে আমার যে সময় ফুরালো,
নিষেধ নেই,নেই বাধা তুমি থেকো ভালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/১০/২০১৭বেশ ভালো।
-
মধু মঙ্গল সিনহা ২০/১০/২০১৭মুক্তপুরুষ ভালো লাগল। অনেক অনেক ধন্যবাদ,...
-
সুমন দাস। ২০/১০/২০১৭খুব ভালো লাগল।
-
আজাদ আলী ২০/১০/২০১৭Valoi
শুভেচ্ছা জানবেন কবি।