তোমার খোজে
প্রেম, তুমি কোথায় থাক
আমার মনের ভেতরে গড়েছ
যে শহর, পাড়া প্রতিবেশি সেখান থেকে
একজন জানালা খুলে আমাকে বলল
প্রেম বাড়ি নেই
তুমি নাকি হারিয়ে গিয়েছ গত বন্যায়
প্রেম এখন তুমি কোথায় থাক
কারো হৃদয়ে ?কিন্তু ওখানে তো
বিশাল বিশাল পোড়া শহর শুধুই ধোয়া.
সেখানে তুমি কি করে থাক ?
ওখানে তো বৃষ্টি হলে
মাথা গোজারও ছাদ নেই
তুমি কি বৃষ্টির জলে ভেজ ?
প্রেম ,এই বিশাল পোড়া মরুভুমিতে কি তুমি একা
আমাকে তোমার সাথে নেবে
সাথে সাথে হাটব হৃদয়ের পর হৃদয়
প্রেম,প্রেম্,প্রেম এ বড় আজব সময়
কেউ কাউকে ভালোবাসে না
কেউ কাউকে ভালোবাসতে জানছেও না
আমি জানি এই শহরের প্রেমিক গুলো
তোমাকে ভালবাসে না বাসে তাদের প্রেমিকাদের
তাই তো তুমি ঘৃনায় পালিয়ে যাচ্ছ ক্রমশ
তোমার আর এই শহর ভালো লাগে না
কিন্তু তুমি_ই তো শেষ নি:শ্বাস এই মূমূষ সময়ের মানুষের
তাদের অসুস্থ দেহে তুমি-ই কেবলি জোগাতে পার জ্বাগার ক্ষমতা,
এদের দেহকে তোমার খুব কাছের করে নাও
পেছনে দুটো রঙিন পাখা লাগিয়ে উড়তে শেখাও
প্রেমিক আর প্রেমিকাকে চেনাও প্রেমের মধু
প্রেম তুমি কি জাতিস:ঙ্ঘ চেন ?
ওদেরও তোমাকে দরকার
তোমাকে খুজছেও,কিন্তু পাচ্ছে না
আমি জানি তোমাকে সহজে পাওয়া যাই না
কিন্তু . . . . . .
প্রেম তুমি কি এই শহরের প্রেমিকাদের চেন ?
যাদের কাছে কোন প্রেম নেই,যারা জানেইনা
প্রেম কি যারা জানেনা প্রেমের মাত্র সামান্য অর্থও
প্রেম তোমার সাথে এই যে আমার কথা হচ্ছে
চাইলে কি সবাই-ই পারবে তোমার সাথে কথা বলতে
তুমি কি সবার প্রেমিক প্রেমিকা হবে একদিন ?
নাকি তুমি শুধুই মুক্ত স্বাধীন পাখির মত
ডানা মেলে উড়তে থাকবে আকাশের পর আকাশ
যে শিকারী তোমাকে পাবে তার চোখে হবে পোষা ময়না
আর যে তোমাকে পাই নি তার চোখে হবে শিকারী বুনোবাজ
আমার মনের ভেতরে গড়েছ
যে শহর, পাড়া প্রতিবেশি সেখান থেকে
একজন জানালা খুলে আমাকে বলল
প্রেম বাড়ি নেই
তুমি নাকি হারিয়ে গিয়েছ গত বন্যায়
প্রেম এখন তুমি কোথায় থাক
কারো হৃদয়ে ?কিন্তু ওখানে তো
বিশাল বিশাল পোড়া শহর শুধুই ধোয়া.
সেখানে তুমি কি করে থাক ?
ওখানে তো বৃষ্টি হলে
মাথা গোজারও ছাদ নেই
তুমি কি বৃষ্টির জলে ভেজ ?
প্রেম ,এই বিশাল পোড়া মরুভুমিতে কি তুমি একা
আমাকে তোমার সাথে নেবে
সাথে সাথে হাটব হৃদয়ের পর হৃদয়
প্রেম,প্রেম্,প্রেম এ বড় আজব সময়
কেউ কাউকে ভালোবাসে না
কেউ কাউকে ভালোবাসতে জানছেও না
আমি জানি এই শহরের প্রেমিক গুলো
তোমাকে ভালবাসে না বাসে তাদের প্রেমিকাদের
তাই তো তুমি ঘৃনায় পালিয়ে যাচ্ছ ক্রমশ
তোমার আর এই শহর ভালো লাগে না
কিন্তু তুমি_ই তো শেষ নি:শ্বাস এই মূমূষ সময়ের মানুষের
তাদের অসুস্থ দেহে তুমি-ই কেবলি জোগাতে পার জ্বাগার ক্ষমতা,
এদের দেহকে তোমার খুব কাছের করে নাও
পেছনে দুটো রঙিন পাখা লাগিয়ে উড়তে শেখাও
প্রেমিক আর প্রেমিকাকে চেনাও প্রেমের মধু
প্রেম তুমি কি জাতিস:ঙ্ঘ চেন ?
ওদেরও তোমাকে দরকার
তোমাকে খুজছেও,কিন্তু পাচ্ছে না
আমি জানি তোমাকে সহজে পাওয়া যাই না
কিন্তু . . . . . .
প্রেম তুমি কি এই শহরের প্রেমিকাদের চেন ?
যাদের কাছে কোন প্রেম নেই,যারা জানেইনা
প্রেম কি যারা জানেনা প্রেমের মাত্র সামান্য অর্থও
প্রেম তোমার সাথে এই যে আমার কথা হচ্ছে
চাইলে কি সবাই-ই পারবে তোমার সাথে কথা বলতে
তুমি কি সবার প্রেমিক প্রেমিকা হবে একদিন ?
নাকি তুমি শুধুই মুক্ত স্বাধীন পাখির মত
ডানা মেলে উড়তে থাকবে আকাশের পর আকাশ
যে শিকারী তোমাকে পাবে তার চোখে হবে পোষা ময়না
আর যে তোমাকে পাই নি তার চোখে হবে শিকারী বুনোবাজ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫বেশ ভালো
-
নাজমুল আহসান ১৪/০৩/২০১৫দীর্ঘ হওয়া সত্তে ও কোথা ও ভাব এতটুকু ক্ষুণ্ণ হয় নি--এ কবির বড় সাফল্য ।