ঘুম
বহুরাত চোখ-গুলি ঘুমহীন দাঁড় কাক ঠোঁটের কোনে নিয়ে গেছে ঘুম।
কিসের যেন ছায়াবাজি থেমে থেমে অট্টোহাঁসি।
রক্তের হাঁসি দেখার অযুহাতে হারিয়ে গেল ঘুম।
দক্ষিনা হাওয়ার তালে নাচে না কাজল কালো চোখ-গুলি।
হারিয়ে গেলো তবে ঘুম,
ভাঙ্গা জানালায় উঁকি দেয় অমৃত ভালোবাসা বিলানো সেই জ্যোৎস্নার আলো।
তবু আসে না ঘুম হারিয়ে গেল তবে ঘুম।
কাঁচের চূড়ী পরিহিতা এক অস্টাদশী
যাচ্ছে পালকিতে রুমালে তার মুখটি ঢাকা।
লাজুক জামাই হাঁটছে সাথে সাথে,
দেখে না আর এসব সে অস্টাদশী ঘুমের ঘোরে,,
হারিয়ে গেল তবে ঘুম।
কিশোরী হারিয়ে গেছে প্রেমালাপ হারিয়ে গেছে,, প্রেমালাপ আনতো ডেকে ঘুম।
তবে কি এখন ছায়াবাজী সব হারিয়ে গেল তবে ঘুম।
অভিমানে অভিযোগে তবে কি তারা এবার বোতল গেলে।
ঘুম কি তবে হারিয়েছে চিরতরে।
ফোলা চোখ কালচে দাগ ডুকরে কাঁদে ঘুমের পানে,
তবে কি প্রিয়তমা হারিয়েছে চোখ-গুলির,
চোখ-গুলি কথা বলে আমি আসছি তবে প্রিয়তমা আমি আসছি নিয়ে যাও মোরে,
দেহ ছারিয়ে হাত এলিয়ে চোখ বেয়ে গরিয়ে পরে জল।
ঘুম নামে তবে নামে ঘুম ঘুমোঝরে অবশেষে মুক্তি মেলে জেগে থাকা চোখ-গুলির।
বহুরাত চোখ-গুলি ঘুমহীন দাঁড কাক ঠোঁটের কোনে নিয়ে গেছে ঘুম।
কিসের যেন ছায়াবাজি থেমে থেমে অট্টোহাঁসি।
রক্তের হাঁসি দেখার অযুহাতে হারিয়ে গেল ঘুম।
দক্ষিনা হাওয়ার তালে নাচে না কাজল কালো চোখ-গুলি।
হারিয়ে গেলো তবে ঘুম,
ভাঙ্গা জানালায় উঁকি দেয় অমৃত ভালোবাসা বিলানো সেই জ্যোৎস্নার আলো।
তবু আসে না ঘুম হারিয়ে গেল তবে ঘুম।
কাঁচের চূড়ী পরিহিতা এক অস্টাদশী
যাচ্ছে পালকিতে রুমালে তার মুখটি ঢাকা।
লাজুক জামাই হাঁটছে সাথে সাথে,
দেখে না আর এসব সে অস্টাদশী ঘুমের ঘোরে,,
হারিয়ে গেল তবে ঘুম।
কিশোরী হারিয়ে গেছে প্রেমালাপ হারিয়ে গেছে,, প্রেমালাপ আনতো ডেকে ঘুম।
তবে কি এখন ছায়াবাজী সব হারিয়ে গেল তবে ঘুম।
অভিমানে অভিযোগে তবে কি তারা এবার বোতল গেলে।
ঘুম কি তবে হারিয়েছে চিরতরে।
ফোলা চোখ কালচে দাগ ডুকরে কাঁদে ঘুমের পানে,
তবে কি প্রিয়তমা হারিয়েছে চোখ-গুলির,
চোখ-গুলি কথা বলে আমি আসছি তবে প্রিয়তমা আমি আসছি নিয়ে যাও মোরে,
দেহ ছারিয়ে হাত এলিয়ে চোখ বেয়ে গরিয়ে পরে জল।
ঘুম নামে তবে নামে ঘুম ঘুমোঝরে অবশেষে মুক্তি মেলে জেগে থাকা চোখ-গুলির।
বহুরাত চোখ-গুলি ঘুমহীন দাঁড কাক ঠোঁটের কোনে নিয়ে গেছে ঘুম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফুল ইসলাম ০৩/০৭/২০১৭বাহ!!!!!!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৭/২০১৭চূড়ী > চুড়ি
এমন অনেক বানান ভুল আছে। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৭/২০১৭বেশ তো!
-
সাঁঝের তারা ০২/০৭/২০১৭ভাল, তবে বানানের দিকে লক্ষ্য দেয়া প্রয়োজন...