জোছনা রাতে
নীল আকাশে পূর্ণিমা চাঁদ
রাত হয়েছে বারো,
জোছনা রাতে বেরিয়ে যাবো
মা আমাকে ছাড়ো।
মা যে তুমি কেনো বলো
‘‘ধুত্তোরি ছাই বোকা”
আমি কি আর এই সময়ে
এত্তোটুকুন খোকা?
এই দেখে যাও মা-
নীল আকাশে কী দারুণ এক
চাঁদ উঠেছে অই,
হাস্নাহেনার গন্ধে ঘরে
ক্যামনে বসে রই ?
জোছনা রাতে চাঁদ সেতারা
করছে যেনো হাত ঈশারা
অই দূরে না ডালিম গাছে
জোনাকিরা নাচন নাচে।
তুমি যে আলসে মেয়ে
ঘুুমে পাগল পারা।
পথ ছাড়ো মা ছুটবো আমি
খালি পায়ে, চাদর ছাড়া।
হাতের মুঠোয় জোনাক নেবো
নানান ফুলের সুবাস নেবো
ফুল পরীদের সোহাগ নেবো
আমি দেবো জোছনা রাতে চুমু,
ধুত্তোরি ছাই ভাল্লাগে না আর
ঘুমের কথা বলছো বারেবার
ঘুম পারাবার সাধ্যি আছে কার?
মা আমাকে আর বলো না ঘুমু।
রাত হয়েছে বারো,
জোছনা রাতে বেরিয়ে যাবো
মা আমাকে ছাড়ো।
মা যে তুমি কেনো বলো
‘‘ধুত্তোরি ছাই বোকা”
আমি কি আর এই সময়ে
এত্তোটুকুন খোকা?
এই দেখে যাও মা-
নীল আকাশে কী দারুণ এক
চাঁদ উঠেছে অই,
হাস্নাহেনার গন্ধে ঘরে
ক্যামনে বসে রই ?
জোছনা রাতে চাঁদ সেতারা
করছে যেনো হাত ঈশারা
অই দূরে না ডালিম গাছে
জোনাকিরা নাচন নাচে।
তুমি যে আলসে মেয়ে
ঘুুমে পাগল পারা।
পথ ছাড়ো মা ছুটবো আমি
খালি পায়ে, চাদর ছাড়া।
হাতের মুঠোয় জোনাক নেবো
নানান ফুলের সুবাস নেবো
ফুল পরীদের সোহাগ নেবো
আমি দেবো জোছনা রাতে চুমু,
ধুত্তোরি ছাই ভাল্লাগে না আর
ঘুমের কথা বলছো বারেবার
ঘুম পারাবার সাধ্যি আছে কার?
মা আমাকে আর বলো না ঘুমু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৬/২০২৩অনন্য
-
কুমারেশ সরদার ১৮/০৫/২০২০বলিহারি
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৫/২০২০Excellent.
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৮/০৫/২০২০বেশ সুন্দর
-
মোঃ মাহামুদুল হাসান ১৮/০৫/২০২০খুব ভালো লিখেছেন কবি।
-
ফয়জুল মহী ১৭/০৫/২০২০পরিপাটি লেখা