www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি নাগীন ইচ্ছাধারী নাগীন

তুমি নাগীন! ইচ্ছাধারী নাগীন!
কখনো মানুষ; সমাজের আট দশটা মানুষের মতো
কখনো রাতের অতিথি। লীলাবতী, মালতি কিম্বা কুমুদিনি।
তোমার হাসি ঘাতকের ধারালো অসি।
হাসিতে ঘায়েল ; অপরিচিত যুবক।
প্রেম আর বন্ধুত্বের ফারাক তোমার কাছে উনিশ-কুড়ি।
তুমি অধরা ললনা, ছলনার ছল।
তোমার ঐ কমলালেবুর মতো দু'খানা ঠোঁট
তুলতুলে নরম দুটি গাল, পিয়াসীর পিয়াস।
বন্ধুত্বের আবরণে প্রেমের বন্ধন ;
চুম্বনে ঢেলে দেয়া বিষাক্ত নীল বিষ।


জেদ্দা, সৌদি আরব
১৩।০৫।২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Nice writings
  • অসম্ভব সুন্দর লেখনী।
    সাবধানে থাকবেন
  • ভালো
  • সুন্দর উপলব্ধির উপস্থাপন।
  • দারুণ লিখেছেন
  • ফয়জুল মহী ১৩/০৫/২০২০
    কমনীয়
 
Quantcast