তুমি নাগীন ইচ্ছাধারী নাগীন
তুমি নাগীন! ইচ্ছাধারী নাগীন!
কখনো মানুষ; সমাজের আট দশটা মানুষের মতো
কখনো রাতের অতিথি। লীলাবতী, মালতি কিম্বা কুমুদিনি।
তোমার হাসি ঘাতকের ধারালো অসি।
হাসিতে ঘায়েল ; অপরিচিত যুবক।
প্রেম আর বন্ধুত্বের ফারাক তোমার কাছে উনিশ-কুড়ি।
তুমি অধরা ললনা, ছলনার ছল।
তোমার ঐ কমলালেবুর মতো দু'খানা ঠোঁট
তুলতুলে নরম দুটি গাল, পিয়াসীর পিয়াস।
বন্ধুত্বের আবরণে প্রেমের বন্ধন ;
চুম্বনে ঢেলে দেয়া বিষাক্ত নীল বিষ।
জেদ্দা, সৌদি আরব
১৩।০৫।২০২০
কখনো মানুষ; সমাজের আট দশটা মানুষের মতো
কখনো রাতের অতিথি। লীলাবতী, মালতি কিম্বা কুমুদিনি।
তোমার হাসি ঘাতকের ধারালো অসি।
হাসিতে ঘায়েল ; অপরিচিত যুবক।
প্রেম আর বন্ধুত্বের ফারাক তোমার কাছে উনিশ-কুড়ি।
তুমি অধরা ললনা, ছলনার ছল।
তোমার ঐ কমলালেবুর মতো দু'খানা ঠোঁট
তুলতুলে নরম দুটি গাল, পিয়াসীর পিয়াস।
বন্ধুত্বের আবরণে প্রেমের বন্ধন ;
চুম্বনে ঢেলে দেয়া বিষাক্ত নীল বিষ।
জেদ্দা, সৌদি আরব
১৩।০৫।২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ১৪/০৫/২০২০Nice writings
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৪/০৫/২০২০অসম্ভব সুন্দর লেখনী।
সাবধানে থাকবেন -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৫/২০২০ভালো
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৫/২০২০সুন্দর উপলব্ধির উপস্থাপন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৫/২০২০দারুণ লিখেছেন
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২০কমনীয়