ফুল পরীদের সাথে
ফুল বাগানে ফুল পরীদের মেলা
ইচ্ছে করে রাত দুপুরে
ঝুনঝুনি আর মল নূপুরে
তাদেও সাথে কাটিয়ে দিই বেলা
আম্মু বলে লক্ষ্মী সোনা ঘুমু
বাবার ভয়ে বদ্ধ ঘরে
শুয়ে থাকি চুপটি করে
ঘুম কেড়ে নেয় ফুল পরীদের চুমু।
তায়রে নায়রে তায়রে তায়
জুঁই চামেলির গন্ধ নিয়ে
ফুলপরীরা আঁচল দিয়ে
ভালবাসার খবর বলে যায়।
বদ্ধ ঘরে আর টিকে না মন
সবাই যখন ঘুমের ঘোরে
ফুল পরীদের ডানায় উড়ে
চলতে থাকি মাঠ পেরিয়ে বন।
মৌমাছিরা ফুলের পরে ভাসে
গান করে যায় গুন গুনিয়ে
নানান ফুলের সুবাস নিয়ে
নাচতে থাকে আনন্দ উল্লাসে।
আমরা ক’জন দুষ্টু কিশোর মুখ
ইচ্ছে করে নানান ছলে
ফুলপরীদের নীল আঁচলে
সোহাগ পাতি, কী যে দারুন সুখ।
ইচ্ছে করে রাত দুপুরে
ঝুনঝুনি আর মল নূপুরে
তাদেও সাথে কাটিয়ে দিই বেলা
আম্মু বলে লক্ষ্মী সোনা ঘুমু
বাবার ভয়ে বদ্ধ ঘরে
শুয়ে থাকি চুপটি করে
ঘুম কেড়ে নেয় ফুল পরীদের চুমু।
তায়রে নায়রে তায়রে তায়
জুঁই চামেলির গন্ধ নিয়ে
ফুলপরীরা আঁচল দিয়ে
ভালবাসার খবর বলে যায়।
বদ্ধ ঘরে আর টিকে না মন
সবাই যখন ঘুমের ঘোরে
ফুল পরীদের ডানায় উড়ে
চলতে থাকি মাঠ পেরিয়ে বন।
মৌমাছিরা ফুলের পরে ভাসে
গান করে যায় গুন গুনিয়ে
নানান ফুলের সুবাস নিয়ে
নাচতে থাকে আনন্দ উল্লাসে।
আমরা ক’জন দুষ্টু কিশোর মুখ
ইচ্ছে করে নানান ছলে
ফুলপরীদের নীল আঁচলে
সোহাগ পাতি, কী যে দারুন সুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আল আমিন হোসাইন রাব্বি ১৩/০৫/২০২০ভালো লেগেছে প্রিয়
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৫/২০২০Nice.
-
কুমারেশ সরদার ১৩/০৫/২০২০বড্ড ভালো লাগল
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৫/২০২০খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি।
-
ফয়জুল মহী ১২/০৫/২০২০ভীষণ ভালো লাগলো লেখা ।