মায়ের মুখের হাসি
মানব কুলের এই সংসারে মা ঘরে নেই যার,
সে ঘর যেনো মরুভূমি স্নেহের হাহাকার।
এই পৃথিবীর সবার চেয়ে মা জননীই সেরা,
আমার যতো সাধ স্বপ্ন মাকে নিয়েই ঘেরা।
মায়ের মুখে হাসি যেনো জোছনা রাতের আলো,
আলোয় ভরা তারার ভূবন দূর করে সব কালো।
মায়ের আঁচল স্নেহের পরশ জুড়ায় আমার মন,
এমন শীতল পরশ যেনো পাই যে সারাক্ষণ ।
মা যেন ঠিক মাথার উপর বটবৃক্ষের ছায়া,
মায়ের মতো করবে কে আর এমন আদর মায়া ?
মায়ের কাছে সন্তানেরা সাত রাজারই ধন,
ছেলে মেয়ের জন্যে মায়ের চিন্তিত রয় মন।
একটু চোখের আড়াল হলেই বুক ধরফর করে
চোখের জলে বুক ভেসে যায় ভয় জাগে অন্তরে।
“কোথায় গেলো, কী খেলো আজ, বিপদ হলো বুঝি?
কোথায় গেলে পাবো তারে, কোথায় গিয়ে খুঁজি”?
মা যে তোমার হয় তুলনা এই ধরাতে নাই,
তোমার কোলে মাথা রেখে স্বর্গ খুঁজে পাই।
ধন দৌলত, বাড়ি গাড়ি কিছুই চাওয়ার নয়,
আমার কাছে যদি আমার মা জননী রয়।
সে ঘর যেনো মরুভূমি স্নেহের হাহাকার।
এই পৃথিবীর সবার চেয়ে মা জননীই সেরা,
আমার যতো সাধ স্বপ্ন মাকে নিয়েই ঘেরা।
মায়ের মুখে হাসি যেনো জোছনা রাতের আলো,
আলোয় ভরা তারার ভূবন দূর করে সব কালো।
মায়ের আঁচল স্নেহের পরশ জুড়ায় আমার মন,
এমন শীতল পরশ যেনো পাই যে সারাক্ষণ ।
মা যেন ঠিক মাথার উপর বটবৃক্ষের ছায়া,
মায়ের মতো করবে কে আর এমন আদর মায়া ?
মায়ের কাছে সন্তানেরা সাত রাজারই ধন,
ছেলে মেয়ের জন্যে মায়ের চিন্তিত রয় মন।
একটু চোখের আড়াল হলেই বুক ধরফর করে
চোখের জলে বুক ভেসে যায় ভয় জাগে অন্তরে।
“কোথায় গেলো, কী খেলো আজ, বিপদ হলো বুঝি?
কোথায় গেলে পাবো তারে, কোথায় গিয়ে খুঁজি”?
মা যে তোমার হয় তুলনা এই ধরাতে নাই,
তোমার কোলে মাথা রেখে স্বর্গ খুঁজে পাই।
ধন দৌলত, বাড়ি গাড়ি কিছুই চাওয়ার নয়,
আমার কাছে যদি আমার মা জননী রয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ১১/০৫/২০২০শাবাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৫/২০২০মা অমূল্য রতন।
-
দীপজয় গাঙ্গুলী ১১/০৫/২০২০ভালো লাগলো । "বুক ভাসে যায়" টি 'ভেসে' যায় হলে শুনতে আরো মধুর লাগতো মনে হয়। এটি একান্ত আমার মত। তবে লেখাটি আবেগ এর দিক থেকে খুব সুন্দর ।
-
ফয়জুল মহী ১১/০৫/২০২০অত্যন্ত মুগ্ধ হলাম।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৫/২০২০ভালো