www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবা আমার নীল আকাশের তারা

আকাশের ঐ ঈশান কোণে জ্বলজ্বলে এক দেখছি তারা রোজ
সেই তারাতে আমার প্রিয় বাবার ছবি করতে থাকি খোঁজ
কখনো বা অমাবশ্যার হারিয়ে যাওয়া তারার মাঝে খুঁজি
যে তারাটির আমার দিকে চোখ সে তারাটি তোমার বুজি?

মা বলেছে তুমি নাকি জোছনা রাতে নীল আকাশের ধ্রুব তারা
তাই, রোজ আকাশে দেখতে তোমায় আমার এ মন করছে তাড়া।


তোমার কথা ভেবে ভেবে আমার চোখে ঘুম আসে না
জানো বাবা? তোমার মতো ভালো আমায় কেউ বাসে না।
তোমার মতো কেউ করে না এখন আমায় স্নেহ আদর
শিতের সকাল জড়িয়ে দেয় না কেউ আমাকে গায়ের চাদর।

তোমার ছেলে এখতো আর সেই ছেলেটি নেই, ডাকতে যাকে খোকা।
গ্রামের ছেলে সহজ সরল হাবা গোবা কিম্বা যাকে ভাবতো সবে বোকা?
সেই ছেলেটি তোমার আশিরবাদে এখন দেশ ছাড়িয়ে বিশ্ব করে জয়
তবুও সে তোমার খোকা, তোমার মতো বাবা বলো ক‌‌জনারই হয়?

বইতে দাওনি কখনো বোঝা, নিজেই নিয়েছো অসম বোঝার ভার
কষ্ট কী জিনিষ বুঝতে দাওনি, একাই করেছো মহা সংকট পার।
কখনো ভাবোনি নিজেকে নিয়ে কিম্বা নিজের একটু খানি সুখ
শতো কষ্টের মাঝেও দেখেছি তোমার সেই সদা হাসি খুশি মুখ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল।
  • পিয়ালী দত্ত ০৮/১০/২০১৪
    দারুন
  • চমৎকার হয়েছে।
  • আহমাদ সাজিদ ০৮/১০/২০১৪
    সুন্দর।
  • আফরান মোল্লা ০৮/১০/২০১৪
    ভালো লেগেছে।
 
Quantcast