খেলার সাথি বিষ্টি ভেজা মাঠ
আজ আকাশে মেঘ বলেছে-
বিষ্টি হতে পারে ।
ছড়িয়ে থাকা রঙধনু রঙ দৃষ্টি ও মন কাড়ে ।
বিষ্টি হবে তাই -
আজ কিশোরের মনের মাঝে
খুশির সীমা নাই ।
বিষ্টি হবে বিষ্টি হবে
বিষ্টিতে আজ ভিজতে হবে
আয়রে সিয়াম আয়রে জিনান
বিষ্টি জলে করবো সিনান।
বিষ্টি আমার ভাল্লাগে যে খুব
ইচ্ছে করে বিষ্টি ঝরা দিঘির জলে
দিতে হাজার ডুব।
ডুব দিয়ে ঠিক জলের ভেতর
কান পেতে যা শুনি,
ঝমঝমা ঝম বিষ্টি পড়ার মিষ্টি গুনগুনি।
বিষ্টি ভেজা জল
কুসুম কুসুম উষ্ণ ও চঞ্চল,
ডানপিটে এই কিশোর মনে খুশির টলোমল।
বিষ্টিতে আজ টইটম্বুর পুকুর ডুবা
খাল বিল ও পথ ঘাট,
আজ সারাদিন আমি স্বাধিন স্কুলে নেই পাঠ ।
নেইতো পড়া ইংরেজি আর অংক ভূগোল
ইতিহাসের পাঠ,
আজকে আমার খেলার সাথি বিষ্টি ভেজা মাঠ ।
বিষ্টি হতে পারে ।
ছড়িয়ে থাকা রঙধনু রঙ দৃষ্টি ও মন কাড়ে ।
বিষ্টি হবে তাই -
আজ কিশোরের মনের মাঝে
খুশির সীমা নাই ।
বিষ্টি হবে বিষ্টি হবে
বিষ্টিতে আজ ভিজতে হবে
আয়রে সিয়াম আয়রে জিনান
বিষ্টি জলে করবো সিনান।
বিষ্টি আমার ভাল্লাগে যে খুব
ইচ্ছে করে বিষ্টি ঝরা দিঘির জলে
দিতে হাজার ডুব।
ডুব দিয়ে ঠিক জলের ভেতর
কান পেতে যা শুনি,
ঝমঝমা ঝম বিষ্টি পড়ার মিষ্টি গুনগুনি।
বিষ্টি ভেজা জল
কুসুম কুসুম উষ্ণ ও চঞ্চল,
ডানপিটে এই কিশোর মনে খুশির টলোমল।
বিষ্টিতে আজ টইটম্বুর পুকুর ডুবা
খাল বিল ও পথ ঘাট,
আজ সারাদিন আমি স্বাধিন স্কুলে নেই পাঠ ।
নেইতো পড়া ইংরেজি আর অংক ভূগোল
ইতিহাসের পাঠ,
আজকে আমার খেলার সাথি বিষ্টি ভেজা মাঠ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ১৫/০৯/২০১৪
-
একনিষ্ঠ অনুগত ১৪/০৯/২০১৪আজ তবে একটি স্বাধীন দিন।। চলো যাই হারিয়ে, বৃষ্টি ভেজা মাঠে।
"আজকে আমার খেলার সাথি বৃষ্টি ভেজা মাঠ।" খুব সুন্দর ছন্দে লেখা। শুভেচ্ছা রইল।