মা
মা যে তোমার হয় তুলনা এই ধরাতে নাই,
তোমার কোলে মাথা রেখে স্বর্গ খুঁজে পাই।
ধন দৌলত, বাড়ি গাড়ি কিছুই আমার নয়,
আমার কাছে যদি আমার মা জননী রয়।
মানব কুলের এই সংসারে মা ঘরে নেই যার,
সে ঘর যেনো বিরান ভূমি স্নেহের হাহাকার।
এই পৃথিবীর সবার চেয়ে মা জননীই সেরা,
আমার যতো সাধ স্বপ্ন তাকে নিয়েই ঘেরা।
মায়ের মুখে হাসি যেনো জোছনা রাতের আলো,
আলোয় ভরা তারার ভূবন দূর করে সব কালো।
মায়ের আঁচল স্নেহের পরশ জুড়ায় আমার মন,
এমন শীতল পরশ যেনো মিলে সারাক্ষণ ।
মা যে আমার এই জীবনে বটবৃক্ষের ছায়া,
মায়ের মতো খোকাটাকে করবে কে আর মায়া ?
তোমার কোলে মাথা রেখে স্বর্গ খুঁজে পাই।
ধন দৌলত, বাড়ি গাড়ি কিছুই আমার নয়,
আমার কাছে যদি আমার মা জননী রয়।
মানব কুলের এই সংসারে মা ঘরে নেই যার,
সে ঘর যেনো বিরান ভূমি স্নেহের হাহাকার।
এই পৃথিবীর সবার চেয়ে মা জননীই সেরা,
আমার যতো সাধ স্বপ্ন তাকে নিয়েই ঘেরা।
মায়ের মুখে হাসি যেনো জোছনা রাতের আলো,
আলোয় ভরা তারার ভূবন দূর করে সব কালো।
মায়ের আঁচল স্নেহের পরশ জুড়ায় আমার মন,
এমন শীতল পরশ যেনো মিলে সারাক্ষণ ।
মা যে আমার এই জীবনে বটবৃক্ষের ছায়া,
মায়ের মতো খোকাটাকে করবে কে আর মায়া ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ১৬/০৯/২০১৪খুব সুন্দর লেখা আপনার। ভাল লাগে পড়ে। শুভেচ্ছা রইল।
-
হেস্পারাস প্রবল ১২/০৯/২০১৪মায়ের চিরন্তনতা প্রকাশ পেয়েছে। ভালই লাগলো!
-
বিজয় রায় ১২/০৯/২০১৪মায়ের কথ্য ভালই উল্লেখ করেছেন
-
মনিরুজ্জামান শুভ্র ১২/০৯/২০১৪মা কে নিয়ে কবিতাটি ভাল লাগলো।
-
স্বপন রোজারিও(১) ১২/০৯/২০১৪মা নিয়ে কবিতাটি খুব খুব.. সুন্দর
-
নূরুল ইসলাম সাইফুল ১২/০৯/২০১৪মা কে নিয়ে কবিতা সর্বদা শ্রেষ্ট। অসাধারণ!
-
একনিষ্ঠ অনুগত ১২/০৯/২০১৪মাকে নিয়ে খুব সুন্দর লেখা। ভালো লাগলো।