এক মুঠো রোদ্দুর
ইসমাইল জসীম
মরুর তপ্ত বালুকায় গায়ে মেখে এক মুঠো রোদ্দুর
অভিবাসি মন থাকে নাড়ীর সীমানায়, দূর বহুদূর
আরব্য রজনীর দেশ লেগে আছে গায়
সেই পুরাতন সভ্যতার কামজ আঁচড়
ভালোবাসা কড়া নাড়ে দরজার
বিরহরা ঊঁকি দেয় জানালায়।
বীজবুনি শব্দের ফসল ফলায় কবিতার
স্বপ্নের সিঁড়ি বেয়ে যেতে যেতে
স্বপ্ন থেমে যায় মাঝ পথে।
এভাবেই চলে প্রবাসের যাপিত জীবন।
মরুর তপ্ত বালুকায় গায়ে মেখে এক মুঠো রোদ্দুর
অভিবাসি মন থাকে নাড়ীর সীমানায়, দূর বহুদূর
আরব্য রজনীর দেশ লেগে আছে গায়
সেই পুরাতন সভ্যতার কামজ আঁচড়
ভালোবাসা কড়া নাড়ে দরজার
বিরহরা ঊঁকি দেয় জানালায়।
বীজবুনি শব্দের ফসল ফলায় কবিতার
স্বপ্নের সিঁড়ি বেয়ে যেতে যেতে
স্বপ্ন থেমে যায় মাঝ পথে।
এভাবেই চলে প্রবাসের যাপিত জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসোয়াদ লোদি ১৪/০৮/২০১৪প্রবাস জীবনের চিত্র কবিতায় উঠে আসল ।
-
সুরজিৎ সী ১৪/০৮/২০১৪দারুণ লাগলো।
আরো অনেক লেখা চাই। -
মঞ্জুর হোসেন মৃদুল ১৩/০৮/২০১৪চমৎকার অনুভুতি
-
রামবল্লভ দাস ১৩/০৮/২০১৪ভালো লাগলো ।