আগুন
তুমি অঞ্জনা নাকি সুরঞ্জনা
মিতালি নাকি চৈতালি?
আমার কষ্টে তোমরা পারো
দিতে হাত তালি!
তোমরা তো ছিলে সুখের দিনে
কাটিয়েছো দিন দু:খ বিনে
নি:শ্ব হয়ে একাকি এখন
করছি জীবন পার ,
আমায় ছেড়ে জ্বালালে আগুন
সুখের ঘরে কার?
মিতালি নাকি চৈতালি?
আমার কষ্টে তোমরা পারো
দিতে হাত তালি!
তোমরা তো ছিলে সুখের দিনে
কাটিয়েছো দিন দু:খ বিনে
নি:শ্ব হয়ে একাকি এখন
করছি জীবন পার ,
আমায় ছেড়ে জ্বালালে আগুন
সুখের ঘরে কার?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০৩/০৮/২০১৪অনেক ভালো লেখা কবিতা।
-
সুরজিৎ সী ০৩/০৮/২০১৪চমৎকার লেখা।
-
Mahfuza Sultana ০২/০৮/২০১৪ভালো লাগা পাতায় ড়েখে গেলাম
-
রামবল্লভ দাস ০২/০৮/২০১৪খুব ভালো হয়েছে ।