বাবুর ঘুম
এতুল বেতুল তেতুল পাতা
তেতুল তলে ব্যাঙের ছাতা
ব্যাঙ ডাকে ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং
কে ভেঙেছে ব্যাঙের ঠ্যাং।
ব্যাঙের ছাতায় মাশরুম
বাবুর চোখে নেই ঘুম
চারদিকে রব হৈ চৈ
ঘুম পালিয়ে গেলো কৈ।
ঘুমের বাড়ি অচিনপুর
এখান থেকে অনেক দূর
অচিনপুরে ব্যাঙের বাস
ঘুমের হলো সর্বনাশ ।
তেতুল তলে ব্যাঙের ছাতা
ব্যাঙ ডাকে ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং
কে ভেঙেছে ব্যাঙের ঠ্যাং।
ব্যাঙের ছাতায় মাশরুম
বাবুর চোখে নেই ঘুম
চারদিকে রব হৈ চৈ
ঘুম পালিয়ে গেলো কৈ।
ঘুমের বাড়ি অচিনপুর
এখান থেকে অনেক দূর
অচিনপুরে ব্যাঙের বাস
ঘুমের হলো সর্বনাশ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রামবল্লভ দাস ০৪/০৮/২০১৪দারুণ ।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০১/০৮/২০১৪খুব ভাল হয়েছে ছড়াটি।
-
সাইদুর রহমান ৩১/০৭/২০১৪অসাধারণ ছড়াটি।
এমন আরো চাই।
শুভ কামনা সতত। -
পিয়ালী দত্ত ৩১/০৭/২০১৪দারুন