তুমি নীলপরী
তুমি নীলপরী তুমি সুন্দরি
তুমি অনন্যা খুশির বন্যা
তুমি নন্দিনি তুমি সুহাসিনি
তুমি দিনের রোদ্দুর
তোমাকে চিনি যদ্দুর
তুমি এলোকেশী সুকেশি
তুমি তিলোত্তমা তুমি পরমা
তুমি মায়াময়ি তুমি স্নেহময়ি
তুমি মা্য়াবি তুমি মাধবি
তবে তুমি বল দেখি কার
কারো নও তুমি শুধুই আমার
তুমি অনন্যা খুশির বন্যা
তুমি নন্দিনি তুমি সুহাসিনি
তুমি দিনের রোদ্দুর
তোমাকে চিনি যদ্দুর
তুমি এলোকেশী সুকেশি
তুমি তিলোত্তমা তুমি পরমা
তুমি মায়াময়ি তুমি স্নেহময়ি
তুমি মা্য়াবি তুমি মাধবি
তবে তুমি বল দেখি কার
কারো নও তুমি শুধুই আমার
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরাফাত মুন্না ০৫/০১/২০১৪(Y)
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩তুমি সুন্দর তাই তোমায় গড়ে তুলি অনন্যা।এতদিন কোথায় ছিলেন? একদম দেখা নেই? অন্য কোথাও লিখছেন নাকি?
-
কবীর হুমায়ূন ২৭/১০/২০১৩তুমি শুধুই আমার, নীলপরী!
তোমারই জন্যই শুধু
কাব্য গড়ি।
কবিতা ভালো হয়েছে।