যদি শাড়ি পরো
যদি শাড়ি পরো কেমন দেখাবে তোমাকে
গাঢ় নীল শাড়ি, কপালের মাঝখানে এক
উজ্জ্বল নীল টিপ, যেনো এক পূর্ণিমা চাঁদ
পায়ে আলতা, মেহেদির রঙে রাঙানো দু'হাত
অনমিকায় আংটি, হাতে ব্রেসলেট, নাকে
টুপ করে বসানো একটি নাকফুল আর
কানে, কলমি লতার একজোড়া দোল
হেঁটে যাবে আমার পাশ দিয়ে আর আমি
দেখবো পাশ ফিরে, চেয়ে থাকবো অপলক
বলবো, এতোদিন কোথায় ছিলে তুমি?
কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে
তুমি কি আমার পাশে একটু বসবে, কাছাকাছি ?
জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো
প্রাণ ভরে দেখে নিতে মন চায় আজ
শাড়ি পরা তোমাকে কেমন দেখায়।
গাঢ় নীল শাড়ি, কপালের মাঝখানে এক
উজ্জ্বল নীল টিপ, যেনো এক পূর্ণিমা চাঁদ
পায়ে আলতা, মেহেদির রঙে রাঙানো দু'হাত
অনমিকায় আংটি, হাতে ব্রেসলেট, নাকে
টুপ করে বসানো একটি নাকফুল আর
কানে, কলমি লতার একজোড়া দোল
হেঁটে যাবে আমার পাশ দিয়ে আর আমি
দেখবো পাশ ফিরে, চেয়ে থাকবো অপলক
বলবো, এতোদিন কোথায় ছিলে তুমি?
কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে
তুমি কি আমার পাশে একটু বসবে, কাছাকাছি ?
জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো
প্রাণ ভরে দেখে নিতে মন চায় আজ
শাড়ি পরা তোমাকে কেমন দেখায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২০/১০/২০১৩চমৎকার লিখেছেন ভাই।সত্যিই নারীর অসাধারণ বর্ননা।খুবই ভালো লাগলো পড়ে।যে নান্দনিক শব্দের ব্যবহার সেই সাথে সুনিপুণ উপস্থাপন কবিতা টিকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে।ধন্যবাদ কবিতা র জন্য।
-
আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩এতোদিন কোথায় ছিলে নাটোরের বনলতা সেন ।-
যেন জীবন বাবুর আকুতিই আপনার লেখায় -
শুভেচ্ছা রইল ।।