প্রিয়তমা ঈদের শুভেচ্ছা নিও
ভাবছো আমি কাছে নেই ফিকে হবে তোমার খুশি?
কে বলে আমি পাশে নেই তোমার?
এইতো পাশ ফিরে দেখো
আমি আছি তোমার পাশাপাশি,
হৃদয়ের কাছাকাছি মনের গহীনে।
মোবাইলের ইনবক্স তোমাকে জানিয়ে দেবে
যথাসময়ে, বলবে হ্যালো শামু-
তোমাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা,
এই নাও তোমাকে দিলাম এক হৃদয় ভালোবাসা,
টোল পড়া দুই গালে ভালাবাসার মিশ্রণে
আনলিমিটেড চুমুর পরশ। পরম উষ্ণতা।
শুধু আমি কেন ? সকালের সূর্য তোমাকে
বলবে- চোখে মুখে হাত বুলিয়ে শুভ প্রভাত
পাখিদের কিচিরমিচির আওয়াজ তোমাকে
জানাবে ঈদের শুভেচ্ছা। দুপুরের নীরবতা তোমাকে
কানে কানে এসে বলবে- মনে পড়ছে বুঝি তার কথা?
আমার কথা ভাবতে ভাবতে একটু তন্দ্রার ভাব চোখে এলে
দেখতে পাবে আমাকে, বলবো প্রিয়তমা ঈদের শুভেচ্ছা নিও।
কে বলে আমি পাশে নেই তোমার?
এইতো পাশ ফিরে দেখো
আমি আছি তোমার পাশাপাশি,
হৃদয়ের কাছাকাছি মনের গহীনে।
মোবাইলের ইনবক্স তোমাকে জানিয়ে দেবে
যথাসময়ে, বলবে হ্যালো শামু-
তোমাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা,
এই নাও তোমাকে দিলাম এক হৃদয় ভালোবাসা,
টোল পড়া দুই গালে ভালাবাসার মিশ্রণে
আনলিমিটেড চুমুর পরশ। পরম উষ্ণতা।
শুধু আমি কেন ? সকালের সূর্য তোমাকে
বলবে- চোখে মুখে হাত বুলিয়ে শুভ প্রভাত
পাখিদের কিচিরমিচির আওয়াজ তোমাকে
জানাবে ঈদের শুভেচ্ছা। দুপুরের নীরবতা তোমাকে
কানে কানে এসে বলবে- মনে পড়ছে বুঝি তার কথা?
আমার কথা ভাবতে ভাবতে একটু তন্দ্রার ভাব চোখে এলে
দেখতে পাবে আমাকে, বলবো প্রিয়তমা ঈদের শুভেচ্ছা নিও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১০/২০১৩খুবই অনন্য আপনার ঈদের অভিনন্দন।চমৎকার।খুবই ভালো লাগলো।আপনাকে ও ঈদের শুভেচ্ছা এবং শুভকামনা।
-
আহমাদ সাজিদ ১৫/১০/২০১৩ঈদ মুবারক
-
সুবীর কাস্মীর পেরেরা ১৫/১০/২০১৩ঈদ মোবারক। ঈদ আপনার জীবনে বয়ে আনুক সুখ-সমৃদ্ধ -শান্তি। আপনার জীবনের শুভ কামনায়- সুবীর