স্বাধীনতা
১।
আমাকে এক টুকরো অঙ্গার দাও
শপথ করি মুঠোর পাঁজরে নিয়ে
বলি মান সম্ভ্রম, স্বাধীনতাটাও
আনবো ছিনিয়ে প্রাণটুকু দিয়ে।
২।
হঠাৎ বজ্রাঘাতের মতো শব্দ
চারিদিকে হাহাকার নীরব স্তব্দ
শব্দের কালো ধোঁয়াই ঝড়ে গেছে পাতা
পাতা নয় শুধু ক'টি তাজা প্রাণ
স্বাধীনতা তুমি চির অম্লান
একটি এ্যালবাম, ইতিহাস, কবিতার খাতা।
আমাকে এক টুকরো অঙ্গার দাও
শপথ করি মুঠোর পাঁজরে নিয়ে
বলি মান সম্ভ্রম, স্বাধীনতাটাও
আনবো ছিনিয়ে প্রাণটুকু দিয়ে।
২।
হঠাৎ বজ্রাঘাতের মতো শব্দ
চারিদিকে হাহাকার নীরব স্তব্দ
শব্দের কালো ধোঁয়াই ঝড়ে গেছে পাতা
পাতা নয় শুধু ক'টি তাজা প্রাণ
স্বাধীনতা তুমি চির অম্লান
একটি এ্যালবাম, ইতিহাস, কবিতার খাতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩খুব ভালো হয়েছে স্বাধীন অনুভূতি
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৩/১০/২০১৩মন্তব্য নিষ্প্রয়োজন।
-
ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩--চেতনার কাব্য--
-
Înšigniã Āvî ০৩/১০/২০১৩দারুন