স্বপ্নের ডানা
স্বপ্নের ডানায় ভর করে বিচরণ করি
নক্ষত্রের আঙিনায়
হাতের মুঠোই নিয়ে খেলা করি
খসে পড়া তারা
স্বপ্নেরা ডানা মেলে ভেসে যায়
মেঘের গভীরে
চাঁদের আরশিতে সূর্যের ঠিকানায়
লাগামহীন ভাবনায়
স্বপ্ন! এতো মরিচীকা, আলো নয়
এতো আলেয়া।
আর কতো কাল হাতড়ে বেড়াবো
এই অলীক স্বপ্ন।
মোহের আবেশে আচ্ছন্ন জীবন
আর কতো কাল?
নক্ষত্রের আঙিনায়
হাতের মুঠোই নিয়ে খেলা করি
খসে পড়া তারা
স্বপ্নেরা ডানা মেলে ভেসে যায়
মেঘের গভীরে
চাঁদের আরশিতে সূর্যের ঠিকানায়
লাগামহীন ভাবনায়
স্বপ্ন! এতো মরিচীকা, আলো নয়
এতো আলেয়া।
আর কতো কাল হাতড়ে বেড়াবো
এই অলীক স্বপ্ন।
মোহের আবেশে আচ্ছন্ন জীবন
আর কতো কাল?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১০/২০১৩অলীক স্বপ্নের হাতছানি সম্মুখে বর্ণীল স্বপ্নের প্রতিচ্ছবি।
-
Înšigniã Āvî ০২/১০/২০১৩অসাধারণ
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩--কল্পনাটা অভিনব, চালিয়ে যান কবি--
ব্যতিক্রমধর্মী খুব ভালো লেগেছে