প্রজাপতিঃ তার দুটি ডানা
আমাকে ভীষণ আহত করেছে
প্রজাপতিঃ তার দু'টি ডানা
দুমড়ে মোচড়ে দিয়েছে হৃদয়।
আঁধারের ঠিক মাঝপথে
জোনাকিরা জ্বেলেছে পিদিম।
মুখ থুবড়ে পড়েছে ভালোবাসা,
আকাশের এক ফালি চাঁদ।
হৃদয়ে হৃদয় করেছে বাসর
আয়োজনে উলঙ্গ আকাশ।
আমাকে ভীষণ আহত করেছে
প্রজাপিতঃ তার দু'টি ডানা-
ক্ষত বিক্ষত হলো শরীর,
হৃদয়ে জমেছে কঠিন পাথর।
আমি আজ আর আমি নেই,
হারিয়েছি আমার সমস্ত সত্ত্বা।
মানব হয়েও আমি এক;
অতীত মানব। তবুও আছি
তোমার ছায়ায়, আশে পাশে।
এখনো দাঁড়িয়ে আছি সেই
বটবৃক্ষের মূলে; যেখানে তুমি......
আর সেই প্রজাপতি দু'টি।
প্রজাপতিঃ তার দু'টি ডানা
দুমড়ে মোচড়ে দিয়েছে হৃদয়।
আঁধারের ঠিক মাঝপথে
জোনাকিরা জ্বেলেছে পিদিম।
মুখ থুবড়ে পড়েছে ভালোবাসা,
আকাশের এক ফালি চাঁদ।
হৃদয়ে হৃদয় করেছে বাসর
আয়োজনে উলঙ্গ আকাশ।
আমাকে ভীষণ আহত করেছে
প্রজাপিতঃ তার দু'টি ডানা-
ক্ষত বিক্ষত হলো শরীর,
হৃদয়ে জমেছে কঠিন পাথর।
আমি আজ আর আমি নেই,
হারিয়েছি আমার সমস্ত সত্ত্বা।
মানব হয়েও আমি এক;
অতীত মানব। তবুও আছি
তোমার ছায়ায়, আশে পাশে।
এখনো দাঁড়িয়ে আছি সেই
বটবৃক্ষের মূলে; যেখানে তুমি......
আর সেই প্রজাপতি দু'টি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ৩০/০৯/২০১৩অনুপম ভাবময় কবিতা।
-
ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩--দারুণ অনুভবের কবিতা--
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৯/২০১৩দুর্দান্ত অনুভূতির প্রকাশ ফুটে উঠেছে কবিতায় খুব ভালো
-
বিশ্বজিৎ বণিক ৩০/০৯/২০১৩ইদানিং কবিতায় রস বোধ কমে গেছে । তারপরও ভালো লেগেছে ।
-
Înšigniã Āvî ৩০/০৯/২০১৩অদ্ভুত সৌন্দর্য..... গভীর ব্যাথা লক্ষ্যণীয়,
একটা শব্দে একটু আটক হলাম..... ৯ নাম্বার লাইনে
'আয়োজনে' বা 'আয়োজন' লিখতে চেয়েছিলেন কী?