শোকের নীলাভ আঁচল
আমার হৃদয় ছুঁয়েছে শোকের নীলাভ আঁচল
কষ্টের রেলে চড়ে পাড়ি দিই অনন্ত পথ-
যৌবনের তাড়নায় আরোহণ করি দুর্গম পাহাড়,
বুকের মাঝে ঢেউ খেলে সমুদ্র সফেন।
দুচোখে বয়ে চলে সমুদ্রের লোনা জল
তোমাকে, তোমাকে শুধু তোমাকে হারানোর বেদনায়।
অকস্মাৎ বিচলিত হয় আকাশের নক্ষত্র
ধপ করে জ্বলে উঠে নিভে যায় জোনাকির স্নিগ্ধ আলো
মেঘের আড়াল হয় পূর্ণিমার এক ফালি চাঁদ।
ঝরে পড়ে বাগানের সব ফুল
কুয়াশায় ঘিরে রাখে কাক ডাকা ভোর।
গতি পরিবর্তন করে পৃথিবীর সমস্ত নিয়ম
অথচ চূড়ান্ত হয়েছিলো তোমাকে পাওয়ার সব আয়োজন।
কষ্টের রেলে চড়ে পাড়ি দিই অনন্ত পথ-
যৌবনের তাড়নায় আরোহণ করি দুর্গম পাহাড়,
বুকের মাঝে ঢেউ খেলে সমুদ্র সফেন।
দুচোখে বয়ে চলে সমুদ্রের লোনা জল
তোমাকে, তোমাকে শুধু তোমাকে হারানোর বেদনায়।
অকস্মাৎ বিচলিত হয় আকাশের নক্ষত্র
ধপ করে জ্বলে উঠে নিভে যায় জোনাকির স্নিগ্ধ আলো
মেঘের আড়াল হয় পূর্ণিমার এক ফালি চাঁদ।
ঝরে পড়ে বাগানের সব ফুল
কুয়াশায় ঘিরে রাখে কাক ডাকা ভোর।
গতি পরিবর্তন করে পৃথিবীর সমস্ত নিয়ম
অথচ চূড়ান্ত হয়েছিলো তোমাকে পাওয়ার সব আয়োজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩অপূর্ব সব শব্দের মিশ্রণে খুব সুন্দর একটি কবিতা।মন ছুঁইয়ে গেল।ভালোলো থাকুন।শুভকামনা সবসময়।
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩--খুব ভালো লাগলো
-
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩গভীর জীবনবোধ.....
-
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৯/২০১৩কবিতায় কবির বক্তব্য বেশ জোড়ালো। খুব ভাল লেগেছে।