সংশ্লিষ্ট অন্ধকার
শব্দের কফিনে মোড়া শুভ্রতার ললাট-
ভেঙেছে আবিরের নিস্তব্ধতা ;
ঘোমটা পরা গোধুলী লগ্নে।
সংশ্লিষ্ট অন্ধকার ক্রমান্বয়ে চলছে;
মোহের আচ্ছন্নতায় ঘিরে, বোধের
বাঁধ ভাঙা পাপের গভীরে।
এভাবে যেতে যেতে প্রাচ্য-প্রাশ্চাত্যের
সঙ্গমে দেখা হবে পাপাত্মার
যখন থাকবে শুধু চারদিক অন্ধকার।
ভেঙেছে আবিরের নিস্তব্ধতা ;
ঘোমটা পরা গোধুলী লগ্নে।
সংশ্লিষ্ট অন্ধকার ক্রমান্বয়ে চলছে;
মোহের আচ্ছন্নতায় ঘিরে, বোধের
বাঁধ ভাঙা পাপের গভীরে।
এভাবে যেতে যেতে প্রাচ্য-প্রাশ্চাত্যের
সঙ্গমে দেখা হবে পাপাত্মার
যখন থাকবে শুধু চারদিক অন্ধকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ওয়াহিদ ২৫/০৯/২০১৩Shuvo Kamona ....
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৫/০৯/২০১৩যখন জ্বলবে আলো দেখবে সকলে
পাশ্চাত্যের সংস্কৃতি প্রাচ্য মায়ের কোলে
নিয়েছে স্থান! পুঁজি তার সংশ্লিষ্ট অন্ধকার
অসাধারণ লেখা -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৫/০৯/২০১৩আপনার আরও ভালো লেখার ক্ষমতা আছে ভাই।
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩বাকীদের সাথে সহমত
-
ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩--একটু ঘষামাজা করলে অসাধারণ হতে পারতো---
-
সহিদুল হক ২৫/০৯/২০১৩শেষ তিন লাইন অসাধারণ!
(ঘোমটা)পড়া > পরা