আজরাইল ভর করে কাঁধের উপর
শঙ্কাহীন হৃদয়ে অতিক্রম করি
নগরের পিচ ঢালা পথ।
কী এক আচমকা হাওয়ায় কেঁপে ওঠে
সমস্ত শরীর।
ভেতরে ভেতরে বেজে ওঠে কালের অশনি সংকেত
সামলে নেয়ার চেষ্টা করি নিজেকে।
ইট-সুরকির স্তম্ভ হয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকি।
চার প্রকোষ্ঠের হৃদপিণ্ড কাঁপতে থাকে
সমান তালে।
রক্ত সঞ্চালনের ব্যস্ততা বেড়ে যায়-
শিরা ও ধমনীর সরল পথে।
আজরাইল ভর করে কাঁধের উপর
অস্পৃশ্য দেহে।
দম বন্ধ হয়ে আসে ক্রমশঃ
হিম হতে থাকে আপাদমস্তক। তারপরও
আমি ইট-সুরকির স্তম্ভের মতো-
ঠাঁই দাঁড়িয়ে আছি।
নগরের পিচ ঢালা পথ।
কী এক আচমকা হাওয়ায় কেঁপে ওঠে
সমস্ত শরীর।
ভেতরে ভেতরে বেজে ওঠে কালের অশনি সংকেত
সামলে নেয়ার চেষ্টা করি নিজেকে।
ইট-সুরকির স্তম্ভ হয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকি।
চার প্রকোষ্ঠের হৃদপিণ্ড কাঁপতে থাকে
সমান তালে।
রক্ত সঞ্চালনের ব্যস্ততা বেড়ে যায়-
শিরা ও ধমনীর সরল পথে।
আজরাইল ভর করে কাঁধের উপর
অস্পৃশ্য দেহে।
দম বন্ধ হয়ে আসে ক্রমশঃ
হিম হতে থাকে আপাদমস্তক। তারপরও
আমি ইট-সুরকির স্তম্ভের মতো-
ঠাঁই দাঁড়িয়ে আছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩ভালো লেগেছে।সুন্দর হয়েছে।
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩দুর্দান্ত.....
ভীষণ মনে পড়ে গেল.... 'আর ফেরার উপায় নেই' -
সালমান মাহফুজ ২৩/০৯/২০১৩প্রথম চার লাইন অন্য রকম সুন্দর লেগেছে ।