অব্যক্ত প্রেম ও অপ্রকাশিত পঙতিমালা
এক,দুই করে ক্রমশঃ মিনিটের কাঁটা
বারোটার আঙিনায় দাঁড়িয়ে
ঢাং করে বেজে উঠে ঘণ্টাধ্বনি।
অবিরাম জ্বলতে থাকে ভিস্যুভিয়াসের অগ্ন্যুৎপাত
জ্বলতে জ্বলতে গলিত লাভায়
সিক্ত হয় সমস্ত শরীর।
শুনতে পাই সাগরের গর্জন
যেন দাঁড়িয়ে আছি পৃথিবীর
দীর্ঘতম সমুদ্র সৈকতে।
স্পন্দিত হৃদয়ে ঢেউ খেলে প্রেম
উত্তপ্ত শরীরের উষ্ণতায়
টগবগ করে ফুটতে থাকে
অব্যক্ত প্রেমের অপ্রকাশিত পঙতিমালা।
বারোটার আঙিনায় দাঁড়িয়ে
ঢাং করে বেজে উঠে ঘণ্টাধ্বনি।
অবিরাম জ্বলতে থাকে ভিস্যুভিয়াসের অগ্ন্যুৎপাত
জ্বলতে জ্বলতে গলিত লাভায়
সিক্ত হয় সমস্ত শরীর।
শুনতে পাই সাগরের গর্জন
যেন দাঁড়িয়ে আছি পৃথিবীর
দীর্ঘতম সমুদ্র সৈকতে।
স্পন্দিত হৃদয়ে ঢেউ খেলে প্রেম
উত্তপ্ত শরীরের উষ্ণতায়
টগবগ করে ফুটতে থাকে
অব্যক্ত প্রেমের অপ্রকাশিত পঙতিমালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২২/০৯/২০১৩
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩দুর্দান্ত.....
অব্যক্ত প্রেম প্রকাশিত হচ্ছে মনোরম রূপে আর তার আবেশে সাজছে গোটা দুনিয়া । -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩খুবই ভালো লাগলো।সুন্দর উপস্থাপন।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৯/২০১৩খুব ভালো, কবিতা পড়ে সিক্ত হল সমস্ত শরীর
ফোটতে>ফুটতে