প্রেমের কবিতা
এক
দালানের ইট হয়, পুড়ে কাঁচা মাটি
আগুনে পুড়ালে কাঠ পুড়ে হয় ছাই
ব্যর্থ প্রেমিক আহা! শুধু নিরুপায়
বিরহের আগুনে প্রেম পুড়ে হয় খাঁটি।
দুই
প্রেমিক প্রেমিকার কাছে নিছক অসহায়
স্বার্থ ফুরালে প্রেম ফিকে হয়ে যায়
ফিকে হোক প্রেম তবু
হয় না মলিন কভু
মায়ের আদর মাখা ভালোবাসা চুমু।
দালানের ইট হয়, পুড়ে কাঁচা মাটি
আগুনে পুড়ালে কাঠ পুড়ে হয় ছাই
ব্যর্থ প্রেমিক আহা! শুধু নিরুপায়
বিরহের আগুনে প্রেম পুড়ে হয় খাঁটি।
দুই
প্রেমিক প্রেমিকার কাছে নিছক অসহায়
স্বার্থ ফুরালে প্রেম ফিকে হয়ে যায়
ফিকে হোক প্রেম তবু
হয় না মলিন কভু
মায়ের আদর মাখা ভালোবাসা চুমু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২১/০৯/২০১৩বেশ ভাল।
-
দাদা মুহাইমিন চৌধূরী ২০/০৯/২০১৩অসাধারন। ২ টাই ভাল
-
Înšigniã Āvî ২০/০৯/২০১৩অসাধারণ
-
নাজমুন নাহার ২০/০৯/২০১৩ভাল লাগলো ।শুভকামনা রইল ।