বিয়ে
আগুড় বাগুড় চালতা নাগুড়
পশ্চিমাকাশ মেঘ গুড় গুড়
বিষ্টি তবে ফর্সা গগন
খেকশিয়ালের বিয়ের লগন
খেকশিয়ালের বিয়ে
বউ সেজেছে টিয়ে
টিয়ের গলায় সোনার হার
বিয়ের আসর ঝিলের পাড়
ঝিলের পাড়ে চিলের ঘর
পায় না খুঁজে বিয়ের বর।
পশ্চিমাকাশ মেঘ গুড় গুড়
বিষ্টি তবে ফর্সা গগন
খেকশিয়ালের বিয়ের লগন
খেকশিয়ালের বিয়ে
বউ সেজেছে টিয়ে
টিয়ের গলায় সোনার হার
বিয়ের আসর ঝিলের পাড়
ঝিলের পাড়ে চিলের ঘর
পায় না খুঁজে বিয়ের বর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/০৯/২০১৩খুবই অসাধারণ ছন্দের মিল।
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৬/০৯/২০১৩অসাধারন লিখেছেন। গ্রাম্য প্রবচন থেকে ছড়া-কবিতা, দারুন আইডিয়া