ঘাস ফড়িং এবং এক কিশোরি
সূর্য ওঠা ভোরে শিশির ভেজা দূর্বা ঘাসের পরে
এলোকেশি এক কিশোরি উদোম দুটি পায়,
এক পা ফেলে এক পা তোলে
একা একা কোথায় হেঁটে যায়?
যাচ্ছে হেঁটে আপন মনে
পাশের গাঁয়ে কাশেঁর বনে
কাঁশ বনে কাঁশ ফুটেছে
তাই কিশোরি ছুটেছে।
ফুল যদিও আনমনে সে নিজের মাথায় গোঁজে
কিশোরি মন কাঁশের মাঝে সখের ফড়িং খোঁজে
খুব প্রিয় তার রঙিন ডানার ঘাস ফড়িঙের ছানা
তাই প্রতিদিন সকাল বেলা কাঁশবনে দেয় হানা।
ফড়িং ছানা ধরতে মানা
ধরতে গেলে উড়িয়ে ডানা
'ফুড়ুত' করে হাওয়ায় মিশে যায়
উড়াল ফড়িং কে খুঁজে আর পায়?
এলোকেশি এক কিশোরি উদোম দুটি পায়,
এক পা ফেলে এক পা তোলে
একা একা কোথায় হেঁটে যায়?
যাচ্ছে হেঁটে আপন মনে
পাশের গাঁয়ে কাশেঁর বনে
কাঁশ বনে কাঁশ ফুটেছে
তাই কিশোরি ছুটেছে।
ফুল যদিও আনমনে সে নিজের মাথায় গোঁজে
কিশোরি মন কাঁশের মাঝে সখের ফড়িং খোঁজে
খুব প্রিয় তার রঙিন ডানার ঘাস ফড়িঙের ছানা
তাই প্রতিদিন সকাল বেলা কাঁশবনে দেয় হানা।
ফড়িং ছানা ধরতে মানা
ধরতে গেলে উড়িয়ে ডানা
'ফুড়ুত' করে হাওয়ায় মিশে যায়
উড়াল ফড়িং কে খুঁজে আর পায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ওয়াহিদ ১৮/০৯/২০১৩valo laglo ...........
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৫/০৯/২০১৩খুবই সুন্দর উপস্থাপন।ধন্যবাদ।
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৪/০৯/২০১৩সুন্দর লিখেছেন
-
Înšigniã Āvî ১৪/০৯/২০১৩ভালো লাগলো