রুপ জোৎস্না
আমি চাঁদ দেখতে গিয়েছিলাম এক পূর্নিমা রাতে,
আমি চাঁদ দেখতে পারিনি, দেখেছি তোমার হাসি মাখা মুখ।
আমি রাতের আকাশে তারা দেখতে গিয়েছিলাম, দেখিনি ...
দেখেছি তোমার কপলে জমে থাকা এক বিন্দু ঘাম।
আমি চাঁদ জোৎস্নায় গোসল করবো ভেবেছি, পারিনি...
তোমার রুপ জোৎস্নায় আমি কাক ভেজা ভিজেছি।
আমি জোৎস্না রাতে সাগর তীরে হাটবো ভেবেছি, পারিনি...
তোমার ভালবাসার সাগর তীরে হেটে-ই আমি ক্লান্ত হয়েছি।
আমি গহীন অরন্যে একা একা হাটবো ভেবেছি, পারিনি...
তোমার মন গহীনে হেটে-ই আমি পথ ভুলেছি।
আমি চাঁদ দেখতে পারিনি, দেখেছি তোমার হাসি মাখা মুখ।
আমি রাতের আকাশে তারা দেখতে গিয়েছিলাম, দেখিনি ...
দেখেছি তোমার কপলে জমে থাকা এক বিন্দু ঘাম।
আমি চাঁদ জোৎস্নায় গোসল করবো ভেবেছি, পারিনি...
তোমার রুপ জোৎস্নায় আমি কাক ভেজা ভিজেছি।
আমি জোৎস্না রাতে সাগর তীরে হাটবো ভেবেছি, পারিনি...
তোমার ভালবাসার সাগর তীরে হেটে-ই আমি ক্লান্ত হয়েছি।
আমি গহীন অরন্যে একা একা হাটবো ভেবেছি, পারিনি...
তোমার মন গহীনে হেটে-ই আমি পথ ভুলেছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ মাগফুর ২৬/০৪/২০১৫তুমির জন্যই তো সব!
-
সুজয় আচার্য্য ২৫/০৪/২০১৫বাহ, বেশ ভাল লাগলো।
-
অগ্নিপক্ষ ২৪/০৪/২০১৫তোমার গল্পগুলো পড়তে ভাল্লাগে
-
অগ্নিপক্ষ ২৪/০৪/২০১৫গল্প লেখো ভাই
-
শাহাদাত হোসেন রাতুল ২৪/০৪/২০১৫চাঁদের সাথে কবির এক নিবির ভালবাসা
বেশ লাগলো এই ভালবাসা দেখে আমার কবি বন্ধু