আশা
কোন এক অলস বিকেলে, আনমনে নির্জন পথে হেটে হেটে
নিজের অজান্তে, মনের ক্যানভাসে তোমার ছবি আকি।
নাকে নোলক, কানে ঝুমকো, খোপায় বেলি ফুলের মালা
কতবার কত না বাহারি সাজে সাজিয়েছি তোমায়।
কল্পনাতে, তোমার এলো চুলে হাত বুলিয়ে...
কাটিয়েছি কত না বিকেল।
দূর আকাশের কালো মেঘে তাকিয়ে
কত বার হারিয়েছি নিজেকে, তোমার ঐ ভোমোর কালো চোখে।
কত বার অকারনে ফুটেছে হাসি অধরে মোর
তোমার ঐ মায়া মাখা মুখ ভেবে।
কত বার জানি না তুমি, হেটেছো মোর মন বাগানে
কত বার জানি না তুমি, শুনিয়েছো মোরে নিরাশার বানী।
আশা তবু নাহি, হয়েছে নিরাশ
আশা তবু চাহে, তোমারই নয়নে
এতটুকু আশা পেতে
আশা আজ আশাহত, তবু আশা নিরাশিত নয়।
নিজের অজান্তে, মনের ক্যানভাসে তোমার ছবি আকি।
নাকে নোলক, কানে ঝুমকো, খোপায় বেলি ফুলের মালা
কতবার কত না বাহারি সাজে সাজিয়েছি তোমায়।
কল্পনাতে, তোমার এলো চুলে হাত বুলিয়ে...
কাটিয়েছি কত না বিকেল।
দূর আকাশের কালো মেঘে তাকিয়ে
কত বার হারিয়েছি নিজেকে, তোমার ঐ ভোমোর কালো চোখে।
কত বার অকারনে ফুটেছে হাসি অধরে মোর
তোমার ঐ মায়া মাখা মুখ ভেবে।
কত বার জানি না তুমি, হেটেছো মোর মন বাগানে
কত বার জানি না তুমি, শুনিয়েছো মোরে নিরাশার বানী।
আশা তবু নাহি, হয়েছে নিরাশ
আশা তবু চাহে, তোমারই নয়নে
এতটুকু আশা পেতে
আশা আজ আশাহত, তবু আশা নিরাশিত নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৮/০৩/২০১৫সুন্দর লেখা...।
-
সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫কাব্যতা বেশ ভাল
-
এম আর মিজান ২১/০৩/২০১৫বাহ!
-
নাজমুল আহসান ২০/০৩/২০১৫ভালবাসার ব্যাঞ্জনা--ধন্যবাদ কবি ।
-
স্বপন রোজারিও(১) ২০/০৩/২০১৫আশা জীবনের ভেলা।