তৃতীয় বিশ্বযুদ্ধ
অগ্রগতির ধারায় আলোর ধরণীর বুকে নেমে এসেছে পাতলা আঁধারের আস্তরণ।
আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে পৃথিবীর বুকে হাতছানি দিচ্ছে গাঢ় অন্ধকার।
মানুষ মৃত্যুর দরজায় দাঁড়িয়ে, আর বেঁচে থাকার জন্য পনপনে চেষ্টা।
বড় বড় অট্টালিকা ছেড়ে , আত্ম অহংকার ধূলায় মিশিয়ে ছুটছে অন্নের খোঁজে।
পথশিশুটিও সেদিন অবাক চোখে চেয়ে দেখবে, ডাস্টবিন থেকে কুড়িয়ে রাখা ময়লা রুটিটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে হায়নার মতো খেতে শুরু করেছে ,ওই রাজপ্রাসাদের মানুষ গুলি।
পবনে পবনে পরিপূর্ণ অদমনীয় উষ্ণতার আঁচ,
সমস্ত পৃথিবীর বুকে ছেয়ে গেছে কালো ধোঁয়াশার মেঘ।
মানুষ ছুটছে সবুজ ক্ষেত্রের সন্ধানে, এক সবুজ অরণ্যের অন্বেষণে ক্ষিপ্ত।
চারিদিকে শুধু বড় বড় অট্টালিকা, আর ক্ষুধাতুর মানুষের মিছিল।
পথপৃষ্ট হাজারো হাজারো শিশু, ক্ষুধাতুর মা সব কিছু ভুলে মৃত সন্তানের খোঁজে।
মানুষ ভুলবে ধর্মান্ধতা, ভুলবে ভাই বোন, মা, বাবা, আত্মীয় স্বজন,,
শুরু হবে বেঁচে থাকা লড়াইয়ের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ।
সময়-১১/২৮/ তং -০১/০৩/২০১৭
আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে পৃথিবীর বুকে হাতছানি দিচ্ছে গাঢ় অন্ধকার।
মানুষ মৃত্যুর দরজায় দাঁড়িয়ে, আর বেঁচে থাকার জন্য পনপনে চেষ্টা।
বড় বড় অট্টালিকা ছেড়ে , আত্ম অহংকার ধূলায় মিশিয়ে ছুটছে অন্নের খোঁজে।
পথশিশুটিও সেদিন অবাক চোখে চেয়ে দেখবে, ডাস্টবিন থেকে কুড়িয়ে রাখা ময়লা রুটিটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে হায়নার মতো খেতে শুরু করেছে ,ওই রাজপ্রাসাদের মানুষ গুলি।
পবনে পবনে পরিপূর্ণ অদমনীয় উষ্ণতার আঁচ,
সমস্ত পৃথিবীর বুকে ছেয়ে গেছে কালো ধোঁয়াশার মেঘ।
মানুষ ছুটছে সবুজ ক্ষেত্রের সন্ধানে, এক সবুজ অরণ্যের অন্বেষণে ক্ষিপ্ত।
চারিদিকে শুধু বড় বড় অট্টালিকা, আর ক্ষুধাতুর মানুষের মিছিল।
পথপৃষ্ট হাজারো হাজারো শিশু, ক্ষুধাতুর মা সব কিছু ভুলে মৃত সন্তানের খোঁজে।
মানুষ ভুলবে ধর্মান্ধতা, ভুলবে ভাই বোন, মা, বাবা, আত্মীয় স্বজন,,
শুরু হবে বেঁচে থাকা লড়াইয়ের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ।
সময়-১১/২৮/ তং -০১/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৩/২০১৭বিষয়ভিত্তিক। শুভেচ্ছা। ভালো থাকুন।
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৩/২০১৭ভালো।
-
পরশ ০২/০৩/২০১৭জাক্কাস
-
জাফর পাঠান ০২/০৩/২০১৭ভালোলাগা রেখে গেলাম । ভালো থাকুন সতত।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/০৩/২০১৭যুদ্ধ, ক্ষুধা মৃত্যু, বীভৎসতা এই সবই তো আমাদের প্রাপ্য, কারণ সৃষ্টি কর্তা আমাদের বসবাসের জন্য তৈরি করেছেন এই সুন্দর পৃথিবী আর আমরা বাস করতে চাই মঙ্গল গ্রহে, আমাদের এই উচ্চাকঙ্খাই আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
ভাল থাকবেন বন্ধু আর লিখবেন।