ভালবাসা দিবসে
ভালবাসা দিবসে তোমাকে লাল, গোলাপি, হলুদ রঙ মাখিয়ে বসন্তের সৌরভে
গোধূলি বেলায় একমুঠো রোদ কুড়াবো।
তুমি আসবে না, আমার সঙ্গে একটু সঙ্গ দিবে না, তোমার সঙ্গে প্রেমের জোয়ারে নিজেকে ভাসাতাম।
বসন্তের রুপোলী শাড়ী পরে, কপালে লাল টিপ দিয়ে, আলুথালু চুলে বসন্তের পরী হয়ে
ভালবাসা দিবসে আমাকে আপন করে নিতে পার না।
চলো না একটু বদলে যায়, নতুন রুপে এই দিনে ভালবাসার আগুনে ঝাঁপ দিই।
ফাগুনের গাছে গাছে দেখো কত নতুন কুঁড়ি রা এসেছে, কত ফুলে ফুলে ভ্রমরা তাদের প্রেম ছড়িয়ে দিচ্ছে নৈশব্দে।
চলো না একগুচ্ছ লাল গোলাপে প্রেম ছড়িয়ে দিই এই বসন্তের সৌরভে।
শুনেছি ভালবাসা দিবসে আগত প্রেম,
কেউ ফিরিয়ে দেয় না, আসা করি তুমিও দিবে না আমার প্রেম ফিরিয়ে।
সময়-সকাল ৮টা ৪৮, তং-১৪/০২/২০১৭
গোধূলি বেলায় একমুঠো রোদ কুড়াবো।
তুমি আসবে না, আমার সঙ্গে একটু সঙ্গ দিবে না, তোমার সঙ্গে প্রেমের জোয়ারে নিজেকে ভাসাতাম।
বসন্তের রুপোলী শাড়ী পরে, কপালে লাল টিপ দিয়ে, আলুথালু চুলে বসন্তের পরী হয়ে
ভালবাসা দিবসে আমাকে আপন করে নিতে পার না।
চলো না একটু বদলে যায়, নতুন রুপে এই দিনে ভালবাসার আগুনে ঝাঁপ দিই।
ফাগুনের গাছে গাছে দেখো কত নতুন কুঁড়ি রা এসেছে, কত ফুলে ফুলে ভ্রমরা তাদের প্রেম ছড়িয়ে দিচ্ছে নৈশব্দে।
চলো না একগুচ্ছ লাল গোলাপে প্রেম ছড়িয়ে দিই এই বসন্তের সৌরভে।
শুনেছি ভালবাসা দিবসে আগত প্রেম,
কেউ ফিরিয়ে দেয় না, আসা করি তুমিও দিবে না আমার প্রেম ফিরিয়ে।
সময়-সকাল ৮টা ৪৮, তং-১৪/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০২/২০১৭ভালোবাসি বসন্ত।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৪/০২/২০১৭বসন্তের সৌরভে, রৌদ্র কুড়াব, লুপোলি শাড়ী, আলুথালু চুল, বসন্তের পরী, প্রেম, ঝাঁপ, আরও কত দারুণ শব্দ চয়ন।।
ধন্যবাদ বন্ধু