পিউ (শেষাংশ)
পিউ (শেষাং)
পিউ তুমি
আগমনি বর্ষার মেঘ তুমি,
ওই সাদা কালো মেঘের ঘ্রাণ তুমি,
মেঘ-বৃষ্টি রোদের লুকোচুরি খেলায় আগন্তুক তুমি,
তুমি পিউ, আমার উন্মুক্ত অন্তরের মেঘ তুমি।
সবুজ মাঠের নবীন ঘাস ফুল তুমি,
ফুলের মিষ্টি গন্ধে উড়ে আসা ভ্রমরা তুমি,
ভ্রমরের গুনগুন শব্দে বাকপ্রণালি তুমি,
তুমি পিউ, আমার হৃদয়ের ভ্রমর তুমি।
নিরালা রাস্তার চলার পথে সাথী তুমি,
জীবনে বেঁচে থাকার আশা তুমি,
জীবনের প্রতিটা চুম্বনে তুমি,
তুমি পিউ, আমার জীবনের শেষ কথা তুমি।
date-15/12/16, time-3.21pm
পিউ তুমি
আগমনি বর্ষার মেঘ তুমি,
ওই সাদা কালো মেঘের ঘ্রাণ তুমি,
মেঘ-বৃষ্টি রোদের লুকোচুরি খেলায় আগন্তুক তুমি,
তুমি পিউ, আমার উন্মুক্ত অন্তরের মেঘ তুমি।
সবুজ মাঠের নবীন ঘাস ফুল তুমি,
ফুলের মিষ্টি গন্ধে উড়ে আসা ভ্রমরা তুমি,
ভ্রমরের গুনগুন শব্দে বাকপ্রণালি তুমি,
তুমি পিউ, আমার হৃদয়ের ভ্রমর তুমি।
নিরালা রাস্তার চলার পথে সাথী তুমি,
জীবনে বেঁচে থাকার আশা তুমি,
জীবনের প্রতিটা চুম্বনে তুমি,
তুমি পিউ, আমার জীবনের শেষ কথা তুমি।
date-15/12/16, time-3.21pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নরসিংহ (নব রঞ্জন সিংহ) ২২/১২/২০১৬আপনার মতন অনেকেই অনেক 'পিউ' কে খুঁজে বেড়াচ্ছে অনবরত কিন্তু 'পিউ' রা তো অধরা । শুভেচ্ছা ।
-
আব্দুল হক ২২/১২/২০১৬পিউ কি , কোন মানুষ না ! দঃখিত কবি। লিখার জন্য আন্তরিক ধন্যবাদ।
-
শমসের শেখ ২২/১২/২০১৬ভালো লিখেছেন কবি বন্ধু ।
-
সোলাইমান ২২/১২/২০১৬বেশ তো পিউকে নিয়ে ভাল লিখলেন।
-
সোলাইমান ২২/১২/২০১৬বেশ দো পিউকে নিয়ে ভাল লিখলেন।