www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্পর্শের বাইরে

১.
আমি গান লিখতে চাই,
যে গানে তুমি থাকবে রূপকথার রূপরাণীর ভূমিকায়,
আর আমি এক ছোট গ্রামের কৃষক বালক।
রূপকথার রাজপুরী থেকে একবাটি ঘোলাটে জলে প্রতিনিয়ত আমাকে অবলোকন করবে।
ঊষা-আবাহনে সবুজ শস্যক্ষেতে শিশিরবিন্দু মিশেছে শীতের সৌরভে।
পল্লিসংগীত গাইতে গাইতে ছুটে চলা সেই শস্য ক্ষেতে নতুন ভোরের খোঁজে আমি সেই বালক।
কাজ শেষে অবসন্ন হয়ে ঘরে ফেরা, রাত্রে একাকী নির্জনে আকাশের তারাদের মিটিমিটি আলোর দিকে চেয়ে থাকা আমি সেই বালক।
শেষবেলায় ঘুমন্ত বিছানায় তোমাকে নিয়ে
স্বপ্ন-বিভোর, আমি সেই বালক।
প্রত্যহ এই একই দৃশ্যে তুমি যে কখন আমার প্রেমে হাতছানি দিয়েছ , তুমি নিজেও জানবে না।
২.
তোমাকে নিয়ে আমি কবিতা লিখতে চাই,
এমন একটি কবিতাটা হবে যার সমাপ্তি নেই।
অজস্র অজস্র পাতায় শুধু তোমারেই নামে কবিতা লেখা থাকবে।
আর থাকবে তোমার রূপের সৌন্দর্যের বর্ণনা,
এমন একরূপ যার বর্ণনা দিতে সহস্র পাতা ফুরিয়ে যাবে।
প্রতিটা পাতার প্রতিটা বিন্দুতে ভালবাসার স্পর্শ ছুঁয়ে থাকবে।
সেই ভালবাসায় তুমি আর আমি।
৩.
আমি তোমাকে নিয়ে উপন্যাস লিখতে চাই,
যে উপন্যাসে তুমি নায়িকা, আমি নায়ক।
আমাদের শৈশবে সেই যে প্রেমের শুরু আর কোথায় যে শেষ, সেই উপন্যাসে খুঁজে পাবে না তুমি।
তুমি খুঁজে পাবে আমাদের ছোট্ট-বেলার পুতুল পুতল খেলা আর তোমার -আমার বিয়ে বিয়ে খেলা।
সেই যে তুমি আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এক গহন অরণ্যে।
খুঁজে চলা পথ যেন শেষ হয়না, কত পথ হারিয়ে গেছে,
আবার কত পথে বারবার ঘুরেফিরে এসেছি,
শুধু তোমায় ভালবেসে।
যখন খুঁজে পেলাম আরও পঁচিশটা বছর পেরিয়ে গেছে তখনো তুমি ঠিক যেন আগের মতোই আছো।
date -4.12.2016, time -9.59 pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast