www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোরের স্বপ্ন ৩

ডুবুরিরা নেমেছে;
প্রশান্তর প্রশান্তি ছিড়ে ভেসে যায়
কিছু জলজ-যান
তোমার খোঁজে,

নীল-রোদ্দুর;
ধুম পাহাড়ে বরফের শান্তিতে ..
কাল আবার ফিরে এসেছে বসন্ত,
মৌমাছি যত
নিয়ে এসেছে কত-শত মধু
উপহারে সাজিয়ে
তোমার তরে তোমায় খুঁজে,

উপত্যকা পেরিয়ে সবুজ প্রজাপ্রতি
এসেছে....
দিনক্ষণ.. শুভদিন জানতে,

নীল সাগর নিয়ে গেছে সব স্বপ্ন
ভাসিয়ে... ওর সাথে;

ঘুম ভেঙে তাই মনে হয় -
ভোরের স্বপ্ন যদি সত্যি হতো !!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast