ভোরের স্বপ্ন ২
তোমার মন কী,
অন্তহীন একটা ঝর্ণা
ফিল্টার এর পরিশ্রুত পানি
নাকি দিগন্ত ছড়িয়ে থাকা
এক সমুদ্র !!
ডুবছি ভাসছি উঠছি সমানে
পাচ্ছিনা কোনও থই,
সারি সারি জাহাজ নোঙর ফেলে দাড়িয়ে..
কিসের এতো প্রতীক্ষা !!
কোনোটা জড়িও টাইটানিক নয়..
তোমার বিশালতায় তোমার গভীরতায়
সবই ক্ষুদ্র.... তুচ্ছ,
সাতরে সাতরে অবশেষে পেলাম পার টা,
ওটা একটা বড় দ্বীপ কেবল কাপলদের জন্য,
প্রবেশ দরজা বন্ধ তাই ব্যাকডোর অ্যাকসেস এর চেষ্টা.......
হঠাত্ ,
একটা জোরালো আলো ও চিত্কার !!
ধুর, ওটা সূর্য আর গাড়ির ঘরঘরানি,
ভোরে কাঁচা ঘুমটা আবারো ভেঙে গেল ।
(April 1, 2013)
অন্তহীন একটা ঝর্ণা
ফিল্টার এর পরিশ্রুত পানি
নাকি দিগন্ত ছড়িয়ে থাকা
এক সমুদ্র !!
ডুবছি ভাসছি উঠছি সমানে
পাচ্ছিনা কোনও থই,
সারি সারি জাহাজ নোঙর ফেলে দাড়িয়ে..
কিসের এতো প্রতীক্ষা !!
কোনোটা জড়িও টাইটানিক নয়..
তোমার বিশালতায় তোমার গভীরতায়
সবই ক্ষুদ্র.... তুচ্ছ,
সাতরে সাতরে অবশেষে পেলাম পার টা,
ওটা একটা বড় দ্বীপ কেবল কাপলদের জন্য,
প্রবেশ দরজা বন্ধ তাই ব্যাকডোর অ্যাকসেস এর চেষ্টা.......
হঠাত্ ,
একটা জোরালো আলো ও চিত্কার !!
ধুর, ওটা সূর্য আর গাড়ির ঘরঘরানি,
ভোরে কাঁচা ঘুমটা আবারো ভেঙে গেল ।
(April 1, 2013)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৭/০১/২০১৪darun laglo
-
দীপঙ্কর বেরা ০৬/০১/২০১৪Emon swapno majhe majhe dekha chai