তুমি ও কয়েকজন
ওরা অনেক আগেই মিলিয়ে গেছে
সূর্যাস্তের অন্তিমে, শেষ সূর্যগ্রহনে,
ওদের ছায়া আর পৃথিবীতে পড়ে না
কায়াও কোনও কক্ষপথ মাড়ায় না,
কেবলি একাকী আছো তুমি আরও
নিঃশেষ হতে হতে.....,
একদা ওরাই ছিল তোমার খেলার সাথী.....
গন্তব্যের অনিদ্র প্রহরী,
ওদের সাথেই পালিয়েছিলে দেশ কাল ভুলে
অসময়ের সেরা ঠিকানায়
প্রেমবন্ধ শিলালিপিতে রক্তগন্ধা সপে,
ডুবেছিল নীল জলের দ্রবীভূত দ্রাঘিমায়
নিজেকে সম্পুর্ন নিম্মজিত করে
নিশিপদ্ম খুঁজে,
তবু এক অচিন ভোরে দেখলে
প্রহরীবিহীন লেভেল ক্রসিং;
আর আধভাঙা সেতু হেটে যায়
কিছু ছোট শামুক আর নদীতটে
মৃত মাছের সারি
(অসমাপ্ত)
.........আরো কিছু পর এইভাবে বলিতে মিশে যাওয়া জীর্ণ খাতা থেকে
প্রকাশকরা বানালো ' তুমি ও কয়েকজন ' ।
সূর্যাস্তের অন্তিমে, শেষ সূর্যগ্রহনে,
ওদের ছায়া আর পৃথিবীতে পড়ে না
কায়াও কোনও কক্ষপথ মাড়ায় না,
কেবলি একাকী আছো তুমি আরও
নিঃশেষ হতে হতে.....,
একদা ওরাই ছিল তোমার খেলার সাথী.....
গন্তব্যের অনিদ্র প্রহরী,
ওদের সাথেই পালিয়েছিলে দেশ কাল ভুলে
অসময়ের সেরা ঠিকানায়
প্রেমবন্ধ শিলালিপিতে রক্তগন্ধা সপে,
ডুবেছিল নীল জলের দ্রবীভূত দ্রাঘিমায়
নিজেকে সম্পুর্ন নিম্মজিত করে
নিশিপদ্ম খুঁজে,
তবু এক অচিন ভোরে দেখলে
প্রহরীবিহীন লেভেল ক্রসিং;
আর আধভাঙা সেতু হেটে যায়
কিছু ছোট শামুক আর নদীতটে
মৃত মাছের সারি
(অসমাপ্ত)
.........আরো কিছু পর এইভাবে বলিতে মিশে যাওয়া জীর্ণ খাতা থেকে
প্রকাশকরা বানালো ' তুমি ও কয়েকজন ' ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মৌসুমি ০৮/১০/২০১৩কবিতাটা পড়ে খুব ভাল লাগল...তাই কবির নামটা দেখ্লাম এবং যখন দেখ্লাম আপনার নাম...তখন মনে হল কবিতাটা আরও ভাল হওয়া দরকার কারণ শত হলেও আপ্নি এখন সেরা তিন র এক্জন...
-
אולי כולנו טועים ০৮/১০/২০১৩অভিনন্দন রইলো -
সব বিভাগেই প্রথম তিনে !!
কবিকে এবার মিষ্টি মুখ করাতে হয় যে !! -
সুবীর কাস্মীর পেরেরা ০৮/১০/২০১৩অসাধারণ অভি
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/১০/২০১৩ভালো লাগলো।