তোমার জন্য
তোমার জন্য বৃষ্টি ঝরে
বইয়ের পাতায় .......
যুদ্ধ হয় রাজায় রাজায়,
সন্ধি হল প্রজা-প্রজায়
মিলে যায় গঙ্গা-যমুনা-পদ্মা
তাও তুমি কত অজানা,
ভেবেছিলাম সাতটা সাগর পেরোলে
হয়ত তোমায় দেখা পাব
রাজকন্যার বেশে..
কিন্তু মোটে তিনটে নদী অবশিষ্ট আর;
বাকি সব মঙ্গলে জলের খোঁজে..
আর দেবতারা নেমেছে চাঁদে,
জোত্স্না রাতে
রজনীগন্ধার তলাশে এই গ্রহে...
পেলে, পড়াবে তোমার গলে
এই ভেবে সব পালালো,
তবু, তোমার জন্য এখনো
আছি আমি..
সদাহাস্যমান এক পুতুল (mannequin) হয়ে।
বইয়ের পাতায় .......
যুদ্ধ হয় রাজায় রাজায়,
সন্ধি হল প্রজা-প্রজায়
মিলে যায় গঙ্গা-যমুনা-পদ্মা
তাও তুমি কত অজানা,
ভেবেছিলাম সাতটা সাগর পেরোলে
হয়ত তোমায় দেখা পাব
রাজকন্যার বেশে..
কিন্তু মোটে তিনটে নদী অবশিষ্ট আর;
বাকি সব মঙ্গলে জলের খোঁজে..
আর দেবতারা নেমেছে চাঁদে,
জোত্স্না রাতে
রজনীগন্ধার তলাশে এই গ্রহে...
পেলে, পড়াবে তোমার গলে
এই ভেবে সব পালালো,
তবু, তোমার জন্য এখনো
আছি আমি..
সদাহাস্যমান এক পুতুল (mannequin) হয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সঞ্জয় ঋষি ২৪/০৯/২০১৩
-
আহমেদ রব্বানী ২৩/০৯/২০১৩চমৎকার...।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩সুন্দর।
না ।
তুমিতেই রয়ে
গেছেন এখনো কবি ।।