টিং টং
আমার বিশ্ববিখ্যাত খাতা
প্রেমিকার জুতোজোড়া..
চোখ ভেজা কান্না
ছেড়া পাশবালিশ
আর
বাতায়ন সজ্জা;
আকাশে নেই সূর্য
দিবানিশি অহরহ,
ফ্রিজ আর মেডিক্যাল স্টোর ..
ক্যামনে যাবি ধাপার মাঠ !!
রেললাইন আর ভাঙা পাঁচিল
স্পিকটি নট অ্যাট মিডনাইট'স ড্রিম;
লড়ঝরে বারান্দা
লাপাতা কিছু ক্যানক্যানে হাসি
আর
মাতাল হওয়া পশ্চিমী হাওয়া
আরেকটু কফি হয়ে যাক,
ভূতের রাজার দেওয়া বর
এইভাবে জীবনভর;
টিং টং ডিং ডং
ক্রিং ক্রিং মিং মিং
মুঠোফোন হাহাকার
দরজা খুলুন এইবার ।
প্রেমিকার জুতোজোড়া..
চোখ ভেজা কান্না
ছেড়া পাশবালিশ
আর
বাতায়ন সজ্জা;
আকাশে নেই সূর্য
দিবানিশি অহরহ,
ফ্রিজ আর মেডিক্যাল স্টোর ..
ক্যামনে যাবি ধাপার মাঠ !!
রেললাইন আর ভাঙা পাঁচিল
স্পিকটি নট অ্যাট মিডনাইট'স ড্রিম;
লড়ঝরে বারান্দা
লাপাতা কিছু ক্যানক্যানে হাসি
আর
মাতাল হওয়া পশ্চিমী হাওয়া
আরেকটু কফি হয়ে যাক,
ভূতের রাজার দেওয়া বর
এইভাবে জীবনভর;
টিং টং ডিং ডং
ক্রিং ক্রিং মিং মিং
মুঠোফোন হাহাকার
দরজা খুলুন এইবার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ২০/১১/২০১৩খুলে দিলাম দরজা
-
ফাহমিদা ফাম্মী ১৭/১১/২০১৩oshadharon
-
দীপঙ্কর বেরা ১৭/১১/২০১৩ভাল
-
সায়েম খান ১৭/১১/২০১৩ধন্যবাদ চমৎকার কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো।