সংসার ও টুকিটাকি
সংসার ও টুকিটাকি: তালা
_________________
দুপুরের খোলা রোদ এসে পড়ে হলুদ বাড়ির
চারতলার ছাদে,
ছাদ থেকে আসতে আসতে ৫০পা নেমে পৌছানো
সদর দরজায়...
খোলা বারান্দা পেরিয়ে,
ওখানে ঝুলন্ত এক মস্ত তালা...
আসে পাশের দরজার মতই,
যদিও চারপাশের সব তালাই বেশ নবীন
জটিলতায় আরও উন্নত.....
ফিসিস্ক্স কেমিষ্ট্রী গুলে খেয়ে,
আরো বিবর্ণ তাতে সে...
রংচটা, মরচে ধরা শরীরে;
তবু, কর্তব্যে নেই কোনও খামতি
ফাঁকফোকর,
সে কিছুতেই জানাবে তার চাবির সন্ধান
আর কখনোই খুঁজে দেবেনা.... তুলে দেবেনা
বাঁধা রাখা সেইসব গুপ্ত সম্পত্তি
অনির্দিষ্ট গন্তব্যের সরলরেখায় আগত
চোরটিকে ।
_________________
দুপুরের খোলা রোদ এসে পড়ে হলুদ বাড়ির
চারতলার ছাদে,
ছাদ থেকে আসতে আসতে ৫০পা নেমে পৌছানো
সদর দরজায়...
খোলা বারান্দা পেরিয়ে,
ওখানে ঝুলন্ত এক মস্ত তালা...
আসে পাশের দরজার মতই,
যদিও চারপাশের সব তালাই বেশ নবীন
জটিলতায় আরও উন্নত.....
ফিসিস্ক্স কেমিষ্ট্রী গুলে খেয়ে,
আরো বিবর্ণ তাতে সে...
রংচটা, মরচে ধরা শরীরে;
তবু, কর্তব্যে নেই কোনও খামতি
ফাঁকফোকর,
সে কিছুতেই জানাবে তার চাবির সন্ধান
আর কখনোই খুঁজে দেবেনা.... তুলে দেবেনা
বাঁধা রাখা সেইসব গুপ্ত সম্পত্তি
অনির্দিষ্ট গন্তব্যের সরলরেখায় আগত
চোরটিকে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ০৬/১১/২০১৩চমৎকার
-
মীর শওকত ০৬/১১/২০১৩শব্দ চয়নে বেশ মুন্সিয়ানা আছে । ভাবনাটাও দারুন। এক কথায় অনবদ্য। দারুন দারুন!
-
אולי כולנו טועים ০৬/১১/২০১৩খুব সুন্দর ভাবনা,.......অনবদ্য প্রকাশ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৬/১১/২০১৩চমৎকার হয়েছে।
-
suman ০৬/১১/২০১৩অসম্ভব সুন্দর...ফটোটির তুলনা হয় না ...