www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সতর্কীকরণ

#সতর্কীকরণ #
____________

বছর প্রায় শেষের দিকে
নস্টালজিয়ায় আটকে পড়বেন না;
মন ভারে আক্রান্ত হতে পারে..

তখন চোখের কণা অযথা ভিজতে চাইবে
আর কিছু জল...
গড়িয়ে পড়বে টপাটপ,

২)
মন খারাপ ?
আপনি যাকে ছাপ্পা মেরেছেন...
আই মিন যাকে ভোট দিয়েছিলেন,
সে মনোমতো কাজ করেনি !!

আরও একটু না হয় সময় দিলেন
কারণ ওই যে কথায় বলে... সবুরে মেওয়া ফলে
ভোট উত্‍সব তো আবার আসছে
আজ আপনি আমি সবাই সাধারণ,

৩)
পথে যেতে যেতে ক্লান্ত হয়ে
বন্ধুর কাঁধে মাথা রেখেছেন;
হঠাত্‍ দেখলেন ৩৭৭ নম্বরের গারদওয়ালা বাড়িটা
আপনাদের ধরতে চাইছে;

অবাক হলেন, ভয় পেলেন ?!!
ভয় পাবেন না বাড়িটার ইট-চুন-পাথর
এই জন্যই প্রশিক্ষণপ্রাপ্ত..

না হয় 'রে-ব্যান' এর একটা চশমা পরে নিন,
ওটা আরো আগেই শিখিয়েছে ' নেভার হাইড ' ,

৪)
বছর শেষের আর কয়েক ঘণ্টা..
কাল থেকে বাড়ছে পেট্রলের দাম,
গাড়িটাকে পাঠিয়ে পেট্রলের লাইনে
ভাবছেন কী করে ক্লাবে পৌছবেন;

ওখানে যখন লাল-নীল বিদেশী তরলের সারি
আর চেনা-অচেনা স্পর্শের অবধারিত উষ্ণতা
আপনারই অপেক্ষায়,

ভুলেও টাক্সির দিকে এগোবেন না
তাহলে এইরাত ভেজাল হবে রাস্তার
জ্যাম-জটে;

তাই বলি মেট্রো চড়ুন
ওটা আজ সারারাত,

প্লাটফর্মে নোংরা, পানের পিক
এসব ভুলেও চোখে মাখবেন না...
আফ্টার অল জনসংখ্যা ক্রমবর্ধমান;

টিকিট কেটে সোজা উঠে যান ট্রেনে,
বোধহয় একটু বেশি ভিড়, তাই সামান্য অ্যাডজাস্ট করুন
এটাকে 'বনগা লোকাল' ভেবে.....

এই ভাবে পৌছে যান ক্লাবে
না হলে স্টেটাস ঝুলে যাবে
পচা নর্দমার পাশে শুয়ে
বাংলা বোতলের 'পরে,

***********
******
***

# বিশেষ সুত্রে পাওয়া খবর অনুযায়ী -

  টেকটনিক প্লেটে অস্থিরতা শুরু হয়েছ, সুনামির সতর্কতা আছে;
  হিমালয় চীনের দিকে অনেকটাই সরে গেছে..
  সাইবেরিয়ার হাওযারা বিনা বাধায় ভারতে প্রবেশ করেছে....

  কলকাতায় বরফ পড়েছে...
  ভিক্টোরিয়া বরফে ঢেকে গেছে....
  স্লেজ চলছে, #

  তাই নতুন সূর্য দেখার সময়
  বাড়ি থেকে বেড়োবার আগে
  মোজা পড়ে নিন, কম্বল অবশ্যই গায়ে চাপাবেন,

   জ্যাকেট বর্জন করুন *
   আর ভোগবাদে ভাসবেন না **

(December 31, 2013)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোমদত্তা মৈত্র ২৮/০৯/২০১৪
    কলকাতা এখন লন্ডন
  • אולי כולנו טועים ০৩/০১/২০১৪
    darun laglo ....
  • দীপঙ্কর বেরা ০২/০১/২০১৪
    Vesh
 
Quantcast