www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সন্নিকটে নীল

উঁকিঝুঁকি দেয় সেই নীল জানলা
করিডোর ধরে আরেকটু হাটলেই
দেখি দাড়িয়ে আছে `১৮`;
প্রেমিকার প্রথম চুম্বন
জ্বলন্ত সিগারেট...
উড়ে চলে ধোঁয়া,
সেই উদ্দামতা..উচ্ছলতা আছে সব
আর আকর্ষণী কেন্দ্রবিন্দুহীন যাবতীয় `নীল ছবি`
পড়ে আছে পাল্লা ভেজিয়ে,
কানে এখনো শুনি সেই মধ্যরাত্রির দামামা
যখন নিয়ন মেখে বাড়ি ফেরা..
আর ``আধেক-কালীন হৃদয়ে`` জেগে থাকা কলকাতা
নিশীথভারী কলকাতা,
ভোর হতেই সূর্যকে ছুঁয়ে ফেলার দৌড়
ছিনিয়ে নিয়ে তার গনগনে হৃদয়ের যাবতীয় উষ্ণতা
মেশাতে হবে নিজের শরীরে...যন্ত্রনার সাথে চুক্তি করে হোলেও
তবেই মিলতো বন্ধুদের কাছে `হীরোর` তকমা
না হলে অপেক্ষামান মূক হওয়া নীল সমুদ্র
মাঝি হারানো নৌকার ন্যায় ।

এখন মনে পড়ে কোথাও কোনও কবি বলেছিল -
"     জীবনের রঙ নীল
 আর আমার স্বপ্নরা লাল "

তখন আমারও ``সন্নিকটে নীল``....



~ https://www.flickr.com/photos/128419828@N02/ ~
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনিরুদ্ধ বুলবুল ০৬/১১/২০১৪
    বন্ধুদের কাছে 'হিরো'র তকমা পাওয়া টিনএজের কিশোরদের কাছে তো রাজ্য জয়! যদিও ভাবটা ঠিক ধরতে পারছি না; 'সন্নিকটে নীল' মানে কি বয়োঃসন্ধি কালে যতটুকু সান্নিধ্য ও সুযোগে নীল ভুবনের সন্ধান পায় তেমন কিছু?

    ধন্যবাদ কবি।
  • চূড়ান্ত ০৬/১১/২০১৪
    অনেক ভালো লিখেছেন।
  • পিয়ালী দত্ত ০৫/১১/২০১৪
    দারুন।।
 
Quantcast