সংবাদ
ওঠো, জাগো...
দুয়ার খোলো
ঘুমীয় না আর এই
অবেলায়,
সংবাদ এসেছে...
দ্বিপ্রহরে,
কাল ভোর হবে 8টায়;
হবে সুপ্রভাত,
কোনও ক্যানক্যানে মুঠোফোনের
বার্তায় নয়;
বরং সেই পুরানো 'ইঞ্জিরী' রেডিয়োর
সুরে
প্রাণ পাবে ছন্দ....
হবে উত্সবের শুভসূচনা,
আলোর বাতাসে লুকানো ছোটো
ইচ্ছেকনারা আবার
ফিরে পাবে আনন্দ;
ছড়িয়ে পড়বে
এখানে, ওখানে, সেখানে....
সকলের মাঝে
শারদিয়া রঙ মেখে
আরো নিবিড় উষ্ণতায়
আরো অন্তহীন ভালবাসায়
কলকাতাকে আরো কল্লোলিনী তিলোত্তমা রূপে...
আমার প্রানের শহর করে ।
(অগ্রিম সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই)
দুয়ার খোলো
ঘুমীয় না আর এই
অবেলায়,
সংবাদ এসেছে...
দ্বিপ্রহরে,
কাল ভোর হবে 8টায়;
হবে সুপ্রভাত,
কোনও ক্যানক্যানে মুঠোফোনের
বার্তায় নয়;
বরং সেই পুরানো 'ইঞ্জিরী' রেডিয়োর
সুরে
প্রাণ পাবে ছন্দ....
হবে উত্সবের শুভসূচনা,
আলোর বাতাসে লুকানো ছোটো
ইচ্ছেকনারা আবার
ফিরে পাবে আনন্দ;
ছড়িয়ে পড়বে
এখানে, ওখানে, সেখানে....
সকলের মাঝে
শারদিয়া রঙ মেখে
আরো নিবিড় উষ্ণতায়
আরো অন্তহীন ভালবাসায়
কলকাতাকে আরো কল্লোলিনী তিলোত্তমা রূপে...
আমার প্রানের শহর করে ।
(অগ্রিম সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ০৫/১০/২০১৩বাহ ...বেশ ...শুভেচ্ছা আপনাকেও ...
-
אולי כולנו טועים ০৩/১০/২০১৩opurbo !
-
নির্ঝর রাজু ০৩/১০/২০১৩আজ মহালয়া, কদিন পড়ে দুর্গা সাজবে শীউলিফুলে, ঢাকের শব্দে বেড়ে যাবে হৃদপিন্ডের কম্পন, সুরবেসুরে প্রান পাবে কলকাতার অলিগলি...
-
ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩চরণগুলো এতো ভেঙে ভেঙে টুকরো করার সার্থকতা কী বুঝতে পারি না ভাই---
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৩/১০/২০১৩মহালয়ার অগ্রিম শুভেচ্ছা রইল। মায়ের আগমন বার্তা সত্যিই সুন্দর। খুব ভালো লেগেছে