সব চরিত্রই কাল্পনিক
সব চরিত্র ব্যস্ত
যে যার মত.....
মেক-আপ এর পুরু আস্তরণ
ঢেকেছে
কালো শরীরের প্রলেপ
কিছু চকমকি পাথরে
রঙিন আবরনে,
আরো রকমারী আলোতে... তাপেতে
উদ্বুদ্ধ সবাই;
ফিরে পেয়েছে সজিবতা....উষ্ণতা,
তবু,
কিসের যেন অভাব
সবাই খুজছে কিছু...কাউকে;
খুজছে তাকে...
সেই চরিত্র,
যে হবে কালজয়ী....
আর গল্প... উপন্যাস যখন
' সব চরিত্রই কাল্পনিক ' ।
(প্রারম্ভিক)
যে যার মত.....
মেক-আপ এর পুরু আস্তরণ
ঢেকেছে
কালো শরীরের প্রলেপ
কিছু চকমকি পাথরে
রঙিন আবরনে,
আরো রকমারী আলোতে... তাপেতে
উদ্বুদ্ধ সবাই;
ফিরে পেয়েছে সজিবতা....উষ্ণতা,
তবু,
কিসের যেন অভাব
সবাই খুজছে কিছু...কাউকে;
খুজছে তাকে...
সেই চরিত্র,
যে হবে কালজয়ী....
আর গল্প... উপন্যাস যখন
' সব চরিত্রই কাল্পনিক ' ।
(প্রারম্ভিক)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ১১/১০/২০১৩অসাধারণ একেছ অভি
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১০/২০১৩ভালো হয়েছে।