www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতিলেখার ডাইরি থেকে

‌‌‌‌
`বহুদিন পর
আজ আমাদের বাড়িতে চুপকথা এলো.. সঙ্গ নেওয়া আরো অনেক গুঞ্জন, মৃদুমন্দ তৎসম কাল। উঁকি রেখেছে স্মৃতিলেখা...
অ্যালবামের হলদেটে পাতায় তাই খিলখিলিয়ে উঠেছে রোদ্দুর, সদ্য নিস্কৃতি পেয়েছে ন্যাপথলিন ওষুধ গন্ধ ছেড়ে... বাহুডোর জড়ো করেছে বুকভরা পৃথিবীর যত নিশ্বাস।
রোটাং পাস, দীঘা পুরী, আইসক্রিম সকাল, বিকেলের চানাচুর ঝাল মুড়ি, সন্ধ্যের এগ রোল, বনভোজন, নিক্কো পার্ক, বেলুনওয়ালা নিয়ে এসে গেছে দাদা-বৌদি, দাদু মামা জ্যাঠা রাজ্যের যত আত্মীয়-অনাত্মীয়, প্রতিবেশী, সবই.. পকেটভর্তি খুচরোর ঝনঝনে উপচে উঠছে উৎসব। মায়াপিঠ কাঞ্চনজঙ্ঘা রক গার্ডেন ছেড়ে একে একে জড়ো হচ্ছে বন্ধুরা.. কাঁধে কাঁধ মিলিয়ে একটা গ্রুফী তুলবে বলে, অ্যাফটার অল মনে রাখার মতো একটা ফ্রেম চাই তো!!
তবু বিসণ্ণ চশমায় কখন দরজার পাশে এসে দাড়িয়েছে বাবা-মা খেয়াল করিনি,

অনেকক্ষন ধরে খোঁজাখুঁজি চলছে, তবু কোথাও পাওয়া যাচ্ছে না,
আজ নিয়ে বহুদিন হোলো দিদি রুপকথায় হারিয়ে গেছে।`



‌‌‌
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১৪৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast