স্বপ্ননীল
স্বপ্ননীল(The Blue Eternal)
----------------------------------
জন্ম হয়েছে সুনীল আকাশের নীচে
নীলের ছায়ায় নীলের নিরাবতায়...
নীল রঙ ভীষণ প্রিয়,
ঘুম ভেঙে যায় নীল প্রশ্নে
চোখে স্বপ্ননীল হয়ে..
স্বপ্ননীল চোখে দেখি নীল চারপাশ...
শুধু নীল নীল আর নীল,
নীল শরীরে ডুব দি নীল
নদীতে..
নীল জলের শেষে খুঁজতে নীল
রত্ন,
তারপর, ক্রমশ সন্ধ্যে হয়
মহাকাশের ছায়া পৃথিবীতে পড়ে
সাথেই বেড়ে চলে নীল... নীলের ছায়া,
নীলের জোত্স্নায় খেলে চলে
মহাকাশের ধূলিকনা ..
পাড়ি জমায় গ্রহে গ্রহে
সব গ্রহাণুপূঞ্জে...
...শেষে আমার চোখে স্বপ্ননীলে,
আবার ঘুমিয়ে পড়ি আমি
আমার..নিশ্চিন্তে ।
কবিতার আসরে পূর্বে প্রকাশিত
----------------------------------
জন্ম হয়েছে সুনীল আকাশের নীচে
নীলের ছায়ায় নীলের নিরাবতায়...
নীল রঙ ভীষণ প্রিয়,
ঘুম ভেঙে যায় নীল প্রশ্নে
চোখে স্বপ্ননীল হয়ে..
স্বপ্ননীল চোখে দেখি নীল চারপাশ...
শুধু নীল নীল আর নীল,
নীল শরীরে ডুব দি নীল
নদীতে..
নীল জলের শেষে খুঁজতে নীল
রত্ন,
তারপর, ক্রমশ সন্ধ্যে হয়
মহাকাশের ছায়া পৃথিবীতে পড়ে
সাথেই বেড়ে চলে নীল... নীলের ছায়া,
নীলের জোত্স্নায় খেলে চলে
মহাকাশের ধূলিকনা ..
পাড়ি জমায় গ্রহে গ্রহে
সব গ্রহাণুপূঞ্জে...
...শেষে আমার চোখে স্বপ্ননীলে,
আবার ঘুমিয়ে পড়ি আমি
আমার..নিশ্চিন্তে ।
কবিতার আসরে পূর্বে প্রকাশিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৪/০৯/২০১৩আপনার নীলে আমিও মিলে হয়েছি স্বপ্ননীল। খুব সুন্দর কবিতা
-
ভানম আলয় ২৩/০৯/২০১৩অনবদ্য.........
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/০৯/২০১৩অভি কিছু গল্প লিখ এখানে, বা তোমার অভিজ্ঞতা। ছোট্বেলার কাহিণী। জানতে খুব ইচ্ছে করে।
-
মাহমুদ নাহিদ ২৩/০৯/২০১৩ভালো লাগলো ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩সুন্দর নীলের কাব্য।
-
সহিদুল হক ২৩/০৯/২০১৩কবির চোখে সবই নীল : নীল-বিলাসিতা,ভালই।বানানের দিকে আরও খেয়াল রাখতে হবে।
নিরাবতা > নীরবতা
(ঘুমিয়ে)পরি > পড়ি -
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--লিখো লিখো --