সাধু হবো
সাধু হবো...
__________
তখন ওড়ার বয়স
উড়ে বেড়াচ্ছিলাম ইন্ডিয়া পেরিয়ে
অ্যামেরিকা হয়ে মিশর আফ্রিকা....
ছোট্ট দুই ডানা মেলে;
বিভ্রম ঘটাল মরীচিকা সাহারায়
তাই... ।
এখন ভীষণ সাধু হবার ইচ্ছে হয়...
সাদা পাজামা-পাঞ্জাবীতে
সুসজ্জিত সাদা কেশে ও
পরিপাটি চাপদাড়িতে;
সবাই যখন সম্মানীয় বানাবে,
আর সময়... সময় ছেটেছে
সব ডানা;
পালক ছড়ানো রাস্তায়.. মোড়ে মোড়ে
প্রতিটা স্টলে....... চিকেন কর্ণারে,
সাধু হবো আমি..
মনটা এখনো অপরিণত... অতৃপ্ত;
হাতটা... পাপবিদ্ধ হাতজোড়া আজও
আমার কাছে,
গঙ্গা এখনো শুকিয়ে যায়নি - ...
__________
তখন ওড়ার বয়স
উড়ে বেড়াচ্ছিলাম ইন্ডিয়া পেরিয়ে
অ্যামেরিকা হয়ে মিশর আফ্রিকা....
ছোট্ট দুই ডানা মেলে;
বিভ্রম ঘটাল মরীচিকা সাহারায়
তাই... ।
এখন ভীষণ সাধু হবার ইচ্ছে হয়...
সাদা পাজামা-পাঞ্জাবীতে
সুসজ্জিত সাদা কেশে ও
পরিপাটি চাপদাড়িতে;
সবাই যখন সম্মানীয় বানাবে,
আর সময়... সময় ছেটেছে
সব ডানা;
পালক ছড়ানো রাস্তায়.. মোড়ে মোড়ে
প্রতিটা স্টলে....... চিকেন কর্ণারে,
সাধু হবো আমি..
মনটা এখনো অপরিণত... অতৃপ্ত;
হাতটা... পাপবিদ্ধ হাতজোড়া আজও
আমার কাছে,
গঙ্গা এখনো শুকিয়ে যায়নি - ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১২/২০১৩আমারও ভীষণ সাধু হওয়ার ইচ্ছে হয়। কবিতা ভালো লেগেছে
-
মোহিনী মোহন ০১/১২/২০১৩পড়ে দারুণ মজা পেলাম ।
-
אולי כולנו טועים ০১/১২/২০১৩jothesto govir !
khub sundor !!